ফাইল ছবি
গোবিন্দ রায়: নতুন প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট। দায়িত্ব নিচ্ছেন ‘সিনিয়র মোস্ট’ বিচারপতি সুজয় পাল। তবে তা অস্থায়ী ভাবে। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন।
দিন কয়েক আগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর জায়গায় অস্থায়ী ভাবে দায়িত্ব পালন করছেন বিচারপতি সৌমেন সেন। তবে আগেই তাঁকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল কলেজিয়াম। কিন্তু বিচারপতি টি এস শিবজ্ঞানমের মেয়াদ শেষ হওয়ায় সিনিয়র বিচারপতি হিসাবে অস্থায়ীভাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হন বিচারপতি সেন। এবার কেন্দ্রের ছাড়পত্র মেলায় নতুন দায়িত্ব নিয়ে মেঘালয়ে যাচ্ছেন বিচারপতি সেন। তাঁর জায়গায় প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন বিচারপতি সুজয় পাল।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচার বিভাগকে খালি হাতে ফেরাননি। বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার উপরেও জোর দেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.