গোবিন্দ রায়: রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাই কোর্টের। কোনও কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। এই রায়ের পর তৃণমূল বলছে তাঁদের দাবি মান্যতা পেল। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কলকাতা হাই কোর্টের এই রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে, কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে, বৈষম্যমূলকভাবে, প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ রেখেছিল।”
আজ, বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে ১০০ দিনের মামলাটি ওঠে। সেখানে প্রধান বিচারপতি নির্দেশ দেন আগামী ১ আগস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। কোনও কেন্দ্রীয় প্রকল্প দীর্ঘদিন বন্ধ রাখা যায় না। প্রায় তিন বছরের বেশি সময় ধরে রাজ্যে বন্ধ রয়েছে ১০০ দিনের প্রকল্প। এই সময়কালে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কোনও টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ। যা নিয়ে দীর্ঘদিন ধরেই আদালতে মামলা চলছিল। সেই শুনানিতে কেন্দ্রকে কার্যত তুলোধনা প্রধান বিচারপতির।
তবে প্রধান বিচারপতির মন্তব্য, দুর্নীতি রোধে যে কোনও ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার চাইলে পোর্টালের মাধ্যমের সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। দরকার পড়লে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র। পাশাপাশি কেন্দ্র রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে আদালত। এই রায়ের পর গ্রামের মানুষ ফের এই প্রকল্পের সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
হাই কোর্টের নির্দেশের পর বিজেপি সরকারকে বিঁধে তৃণমূল নেতা কুণাল ঘোষের আক্রমণ, “তুমি দুর্নীতি বলে বাংলার দিকে আঙুল তুলছো। তোমার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে। সেখানে মন্ত্রীর ছেলেরা এই ১০০ দিনের কাজে চূড়ান্ত দুনীতি করে গ্রেপ্তার হচ্ছে। উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডে এক নম্বর। বাংলার প্রতি একাধিক নিয়ম, অথচ অন্য জায়গায় দুর্নীতি হলেও টাকা যাচ্ছে। দেশে যেন এই বৈষম্য না চলে। এটা আমাদের দাবি, আন্দোলনের জয়।” সঙ্গে তিনি জানিয়েছেন, আরও যা যা শর্ত আদালত দিয়েছে, তা খতিয়ে দেখে রাজ্য সরকার জানাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.