Advertisement
Advertisement
Calcutta High Court

খগেন মুর্মু এবং শংকর ঘোষের উপর হামলায় রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

একই সঙ্গে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ।

Calcutta High court seeks report on khagen Murmu attack case

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:October 14, 2025 5:33 pm
  • Updated:October 14, 2025 5:33 pm   

গোবিন্দ রায়: খগেন মুর্মু এবং শংকর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত ঘটনায় রিপোর্ট তলব করেছে। একই সঙ্গে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল। আগামী ২৭ অক্টোবর এই সংক্রান্ত মামলার শুনানি। এর মধ্যেই দুই বিজেপি নেতার উপরে হামলার ঘটনায় কেস ডায়েরি এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

Advertisement

গত ৬ অক্টোবর বন্যা কবলিত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুকে। তাঁদেরকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় গাড়ি। ইটের আঘাতে আহত হন দুই বিজেপি নেতাই। শুধু তাই নয়, একেবারে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সাংসদকে। জানা যায়, ইটের আঘাতে তাঁর চোখের নিচে হাড় ভেঙে যায়। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মোট আটজনের নামে নাগরাকাটা থানায় এফআইআর দায়ের করে পুলিশ।

সূত্রের খবর, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর মধ্যেই ঘটনায় পুলিশের ভূমিকা তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। অন্যদিকে এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। এদিন এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে। শুনানিতে মামলাকারী আইনজীবী ঘটনায় এনআইএ কিংবা সিবিআইকে দিয়ে ঘটনার তদন্তের আবেদন জানান। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। মামলাকারী আইনজীবীর অভিযোগ, এফআইআরে পুলিশ খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়নি। শুনানি শেষে আদালত ঘটনার কেস ডায়েরি এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ