সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছটপুজোর আগে ফের পরিবেশ আদালতের রায় নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মানেন কিন্তু ১০ লক্ষ লোক রবীন্দ্র সরোবরে চলে গেলে তিনি কী করবেন, গুলি চালাবেন? প্রশ্ন মমতার। এরপরই তাঁর সাফ কথা, গুলি চালাতে পারব না। বিজেপি পারলে তাঁকে গ্রেপ্তার করুক।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি। মহরমের জন্য বিসর্জন পিছিয়ে দেওয়ায় বিতর্ক উসকে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে বিজেপিকে পালটা নিশানা করেন মুখ্যমন্ত্রী। পরিবেশ মন্ত্রক ও গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা তুলে ধরে বলেন, ‘গঙ্গায় দুর্গাপুজো, সরস্বতী প্রতিমার বিসর্জন ও ছটপুজোয় বিধিনিষেধ চাপানো হয়েছে। গ্রিন বেঞ্চ অর্ডার দিয়েছে গঙ্গায় ছটপুজো করা যাবে না। বিহারে বলতে পারেন পাটনার গঙ্গায় ছটপুজো হবে না! কোথায় যাবে তাহলে? দুর্গা মায়ের বিসর্জন কোথায় হবে?’
তিনি আরও বলেন, ‘৫০০ ঘাট তৈরি করে দিয়েছি। ঠাকুর বিসর্জন হয় সেখানে। বিসর্জনের পর পরিষ্কার করে দিই। কত সাফ করেছেন বেনারসে। টাকা থাকা সত্ত্বেও কেন গঙ্গা পরিষ্কার করলেন না?’ আদালতের রায়কে সম্মান করে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, সরকারের এটা বোঝা উচিত। এটা কোটি কোটি লোকের ব্যাপার। ১০-১৫ কোটি লোক ছটপুজো করে। ১৫ কোটি মানুষ দুর্গাপুজো করেন। ‘আমরা পুজো করব না? বিসর্জন হবে না? কোথায় যাব আমরা?’ প্রশ্ন মমতার। রবীন্দ্র সরোবর নিয়ে পরিবেশ আদালতের নির্দেশিকা উল্লেখ করে তাঁর মন্তব্য, ‘আমি কোর্টের নির্দেশ মানি। কিন্তু ১০ লক্ষ লোক এলে কী করে আটকাব, গুলি চালিয়ে দেব? বিজেপি আমাকে গ্রেপ্তার করুক। কিন্তু গুলি চালাতে পারব না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.