Advertisement
Advertisement
Kolkata

রেড রোডে দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি সামনের অংশ, আহত চালক-সহ ৩

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন খোদ ডিসি ট্রাফিক ও পুলিশকর্তারা।

Car accident on red road Kolkata

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন খোদ ডিসি ট্রাফিক ও পুলিশকর্তারা।

Published by: Subhankar Patra
  • Posted:November 27, 2024 2:04 pm
  • Updated:November 27, 2024 2:56 pm   

নিরুফা খাতুন: বুধবার দুপুরে ব্যস্ত সময়ে রেড রোডে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা প্রাইভেট গাড়ির। পাশেই থাকা বাতিস্তম্ভে ধাক্কা মেরে উলটে যায় সেটি। ঘটনায় আহত গাড়ির চালক। গাড়িতে দুজন মহিলা যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন খোদ ডিসি ট্রাফিক ও পুলিশকর্তারা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র গতিতে গাড়িটি ছুটে আসে। সেই কারণে সেটি নিয়ন্ত্রণ হারায় বলে অনুমান। দুর্ঘটনার জেরে গাড়িটির এয়ার ব্যাগ বেরিয়ে আসে। সামনের অংশে দুমড়ে মুচড়ে গিয়েছে। উলটে যাওয়া গাড়ি থেকে কোনওমতে তিনজনকে উদ্ধার করেন স্থানীয়রা। ততক্ষণে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ ও   বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশের কর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগেও রেড রোডে দুর্ঘটনার কবলে পড়ে একটি এসইউভি গাড়ি। সে বারও তীব্র গতিতে থাকার কারণে গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। গাড়ির ধাক্কায় পাশে থাকা বাতিস্তম্ভটি উপড়ে যায়। গাড়িটিকে আটক করেছিল ময়দান থানার পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ