Advertisement
Advertisement
Calcutta High Court

দুই অর্থলগ্নি সংস্থার জমি নিলামে জটিলতা, দখলদারির অভিযোগে মামলা হাই কোর্টে

জমির নিয়ন্ত্রণ চলে গিয়েছে দখলদারদের হাতে।

Case in Calcutta High Court over two organisations property Auction

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2025 8:17 pm
  • Updated:September 9, 2025 8:20 pm   

গোবিন্দ রায়: ‘আনেক্স গ্রুপ’ ও ‘ওয়ারিশ গ্রুপ’ দুই অর্থলগ্নি সংস্থার জমি নিলাম ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। দুই সংস্থার জমি দখলের অভিযোগ উঠল কলকাতা হাই কোর্টে। ফলে পুজোর আগে যেখানে বেআইনি অর্থলগ্নি সংস্থা থেকে টাকা ফেরতের আশায় দিন গুনছিলেন আমানতকারীরা। তাতেই চিন্তার ভাঁজ ফেলেছে আমানতকারীদের কপালে।

Advertisement

আমানতকারীদের তরফে আইনজীবী অরিন্দম দাস জানান, মালদহ শহরের ইংলিশবাজার থানার অন্তর্গত দুটি জমি—যেগুলি ‘আনেক্স গ্রুপ’ ও ‘ওয়ারিশ গ্রুপে’র নামে বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই জমির একটির দখল রয়েছে ইংলিশবাজার পুরসভার হাতে, এবং অন্যটিতে রাতারাতি গজিয়ে উঠেছে একটি মন্দির। এমনটাই উঠে এসেছে পরিদর্শনে গিয়ে।

২০১৫ সালে হাই কোর্টের নির্দেশে গঠিত হয়েছিল বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে একটি কমিটি। বেআইনি অর্থলগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরানোই ছিল সেই কমিটির লক্ষ্য। বর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার। এই কমিটির সুপারিশে, গত ৫ আগস্ট সেবি নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুটি জমিরই ‘বাস্তব দখল’ সরকারের হাতে নেই। অরিন্দম দাস আদালতে জমির ছবি ও দখলের নথিও তুলে ধরেন। নিয়ম অনুযায়ী, জমি দখলমুক্ত না হলে তা নিলামে তোলা যায় না। ফলে নিলাম হলেও তা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নের উত্তর না মেলায় ফের সিঁদুরে মেঘ দেখছে আমানতকারীরা। তবে বহু প্রতারিত মানুষ এখনও ভরসা রাখছেন আদালতের উপরেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ