অর্ণব আইচ: কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে সিবিআই। শুক্রবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ তাঁর বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, আ
আর জি কর দুর্নীতি মামলার তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে পৌঁছয় সিবিআই। গত বছরের ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। কলকাতা পুলিশ মূল অভিযুক্ত পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। তবে ধর্ষণ-খুন মামলায় সঞ্জয় ছাড়া নতুন করে কাউকে আর গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে আদালত সঞ্জয়কে যাবজ্জীবন সাজাও দিয়েছে। যদিও আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন সঞ্জয়।
এদিকে, ধর্ষণ-খুন মামলার তদন্তে নেমে সামনে আসে আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ। এই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। মোট পাঁচজনের বিরুদ্ধে এই মামলায় চার্জগঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এখনও চলছে সেই মামলা। ওই মামলার তদন্তে সিবিআই স্ক্যানারে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীকল্যাণ সমিতির সদস্যরা। ওই কমিটিতে ছিলেন অতীন ঘোষও। আর জি কর কাণ্ডের আগে রোগীকল্যাণ সমিতির একাধিক বৈঠকেও নাকি যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। এর আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁরাই এদিন নথিপত্র হাতে অতীন ঘোষের বাড়িতে হানা দেন। সূত্রের খবর, আধিকারিকরা যে বাড়িতে হানা দেবেন তা নাকি আগাম অতীন ঘোষকে জানান দেওয়া হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.