সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন গেরুয়া শিবিরের বহিষ্কৃত নেতা অশোক সরকার৷ বিজেপির শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলে ফেসবুকে তিনি লিখলেন, ‘‘কোচবিহারের বিজেপি প্রার্থী নারীপাচার ও স্মাগলিং-এ অভিযুক্ত৷ এই মর্মে তদন্তের নোটিস দিয়েছিল মোদিবাবুরই সিবিআই।’’ এখানেই শেষ নয়, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকার প্রতিলিপিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অশোক সরকার৷
[রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, বুদবুদে বাজ পড়ে মৃত ২ ]
কেবল অশোক সরকারই নন, বৃহস্পতিবার প্রথম প্রার্থীতালিকা ঘোষণার পর রাত থেকেই গন্ডগোল শুরু হয়ে যায় কোচবিহারে৷ দলের শীর্ষ নেতৃত্বের বাছাই করা প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান জেলা বিজেপির নেতা-কর্মীরা৷ জেলার দলীয় কার্যলয়ে ভাঙচুর করেন তাঁরা৷ কার্যালয়ের সামনেই বিক্ষোভ কর্মসূচী পালন করেন৷ তাঁদের স্পষ্ট বক্তব্য, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক কুখ্যাত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ স্মাগলিং থেকে শুরু করে গরু পাচার, নারী পাচারের মতো বেআইনি ব্যবসার সঙ্গে যোগ রয়েছে তাঁর৷ ওই জেলার বিজেপির সমর্থকদের দাবি, কোচবিহার কেন্দ্র থেকে প্রার্থী করতে হবে জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মনকে৷ নাহলে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দীপক বর্মনও প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন৷
[মাসুদ ইস্যুতে বিশ্বমঞ্চে মুখ পুড়েছে চিনের, মন্তব্য প্রাক্তন বায়ুসেনা প্রধানের]
পরিস্থিতি এতটাই খারাপ, বিজেপি সূত্রে খবর তা সামাল দিতে মাঠে নামতে হয়েছে বিজেপির নেতৃত্বকে৷ কোচবিহারে যাচ্ছেন রাজ্যের সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন৷ কোচবিহারের কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করবেন তিনি৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘একটু-আধটু ক্ষোভ হতেই পারে। অন্যদল থেকে এলে একটু মানতে অসুবিধা হয়। তবে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত সকলকেই মানতে হবে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.