অর্ণব আইচ: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির কিনারা করতে সক্রিয়তা আরও বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে যায় সিবিআইয়ের প্রতিনিধিদল। এদিন বিকেলের দিকে তাঁর বাড়িতে তল্লাশি চলে বলে খবর। সিবিআই সূত্রে খবর, আর জি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত কিছু নথির খোঁজে এই তল্লাশি। যদিও সেসময় বিধায়ক বাড়িতে ছিলেন না। দীর্ঘ সময় ধরে বাড়ি ও লাগোয়া নার্সিংহোমে তল্লাশি চলে।
সিবিআইয়ের অভিযোগ, আর জি করে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায় সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে বেশ কিছু আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নার্সিংহোমও আর্থিক সুবিধা পেত বলে অভিযোগ। গত বছর আগস্টে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পরপর সেখানকার আর্থিক দুর্নীতির বিষয়টিও প্রকাশ্যে আসে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলায় বিচারপর্ব শুরু হয়েছে। একইসঙ্গে তদন্ত শেষ হয়নি বলে আদালতকে জানিয়েছে সিবিআই। সেই সূত্র ধরেই এদিন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। আগেও একবার তাঁর সিঁথির বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালিয়েছিল সিবিআই।
শনিবারও সেই একই মামলায় তাঁর বাড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারীদের। জানা গিয়েছে, সিবিআইয়ের অতিরিক্ত তদন্তকারী অফিসার, ইন্সস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরা যান সুদীপ্ত রায়ের বাড়ি। সেখানে আর জি করের দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নথি, তথ্যপ্রমাণের খোঁজ চলে বলে খবর সিবিআই সূত্রে। তবে এনিয়ে সিবিআই কিংবা সুদীপ্ত রায় সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.