সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো নিয়ে দুশ্চিন্তাপ্রকাশ করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের শীর্ষ নেতাদের কাছ থেকে সাহায্য না পেয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন তিনি। সেই সময় সৌজন্যের নজির গড়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরও একবার সেই একই ইস্যুতে তথাগত রায়কে টুইট করলেন তিনি। ঘরছাড়াদের নাম-ঠিকানা চেয়ে তাগাদা দিলেন মন্ত্রী।
দিনকয়েক আগে তথাগত রায় একটি টুইট করেন। দাবি করেন বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী ঘরছাড়া। বাড়ি ফিরতে না পারায় তাঁরা কান্নাকাটি করছেন বলেও দাবি করেন। তবে এই সময় চেষ্টা করেও বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেই বোমা ফাটান। সেই টুইটের পরিপ্রেক্ষিতেই পালটা টুইট করেন চন্দ্রিমা। তিনি ঘরছাড়াদের ফেরানোর আশ্বাস দেন। যাদের জন্য ওই বিজেপি কর্মীরা ঘরছাড়া তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। প্রতিনিয়ত বাংলার সরকার কাজ করে চলেছে বলেও উল্লেখ করেন টুইটে। রাজনৈতিক মতভেদ ভুলে চন্দ্রিমার সৌজন্যে অবাক হয়ে যান তথাগত। রাজ্যের মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
made a nice gesture offering to rehabilitate BJP supporters driven out of homes. I reciprocated and asked for her email/whatsapp.
Meanwhile Republic BANGLA TV reports BJP supporters’ families in Ausgram,Bardhaman,living in makeshift tents under subhuman conditions.— Tathagata Roy (@tathagata2)
দিনকয়েক পর ফের চন্দ্রিমা (Chandrima Bhattacharya) এবং তথাগতর টুইট চালাচালি হয়। সেবার অবশ্য টুইটে চন্দ্রিমা ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ই-মেল আইডি চেয়ে বসেন বিজেপি নেতা। কারণ, ঘরছাড়া বিজেপি কর্মীদের নাম-ঠিকানা জানাতে চান তথাগত রায়। চন্দ্রিমা ভট্টাচার্যও তা দিতে রাজি হন। কিন্তু তারপর দিনকয়েক কেটে গেলেও ঘরছাড়াদের নাম-ঠিকানা দেননি তথাগত রায়। আর তা চেয়ে ফের তথাগত রায়কে টুইট চন্দ্রিমার। তাড়াতাড়ি নাম-ঠিকানা দিন বলে তাগাদাও দিলেন তিনি।
On 7th June, I requested you to DM me so I can share my email ID with you. Expected a prompt response given the gravity of the situation but still haven’t heard from you. I’m also unable to DM you since you’ve turned off the feature.
Kindly act as per the urgency of your claims.
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc)
তবে এখনও তথাগত রায় পালটা কোনও টুইট করেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.