Advertisement
Advertisement
Chandrima Bhattacharya

কলকাতায় দাঁড়িয়ে রাজ্যের বকেয়া মেটানোর খতিয়ান পেশ শাহের, চন্দ্রিমা বললেন, ‘মাছের তেলে মাছ ভাজা’

'পদত্যাগ করতে হবে, তৈরি থাকুন', শাহকে হুঁশিয়ারি চন্দ্রিমার।

Chandrima Bhattacharya slams Amit Shah
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2025 5:59 pm
  • Updated:June 1, 2025 5:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র বকেয়া মেটাচ্ছে না। এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার প্রধানমন্ত্রী মোদিকে চিঠিও লিখেছেন তিনি। রবিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে বকেয়া মেটানোর খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করলেন, গত ১০ বছরে অর্থাৎ এনডিএ আমলে বাংলার জন্য ৮ লক্ষ ২৭ হাজার কোটি টাকা ছেড়েছে কেন্দ্র। পালটা দিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, “মাছের তেলে মাছ ভাজা।”

Advertisement

রবিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দুপুরে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের কর্মীদের চাঙ্গা করার বার্তা দেন। একাধিক ইস্যুতে রাজ্যকে তুলোধোনা করেন তিনি। ওঠে বকেয়া প্রসঙ্গও। এদিন শাহ দাবি করেন, “গত ১০ বছরে অর্থাৎ এনডিএ আমলে বাংলার জন্য ৮ লক্ষ ২৭ হাজার কোটি টাকা ছেড়েছে কেন্দ্র। যা ইউপিএ আমলের চার গুণ।”

পালটা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বললেন, “এখনও রাজ্যের পাওয়া ১.৭৫ লক্ষ কোটি টাকার বেশি। মনরেগার টাকা দিচ্ছে না। মানুষের প্রাপ্য টাকা দিচ্ছে না। এদিকে কুমিরের কান্না কাঁদছেন।” এরপরই তিনি আরও বলেন, “আমরা রাজ্য থেকে যে টাকা তুলে দিচ্ছি, সেটা দেখিয়ে আপনারা নানারকম কথা বলছেন। মাছের তেলে মাছ ভাজা হচ্ছে!”  হুঁশিয়ারি দিয়ে বললেন, “এভাবে চলবে না। পদত্যাগ করতে হবে। তৈরি থাকুন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ