Advertisement
Advertisement
R G Kar Case

আর জি কর হামলায় চার্জশিট পেশ, আদালতে হাজিরা দিয়ে জামিন মীনাক্ষী, কলতানদের

হামলার পিছনে বাম সংগঠন ডিওয়াইএফআইয়ের মদত ছিল বলে অভিযোগ।

Chargesheet filed in R G Kar attack, Meenakshi, Kaltans granted bail after appearing in court

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:August 25, 2025 11:25 pm
  • Updated:August 25, 2025 11:28 pm   

স্টাফ রিপোর্টার: আর জি কর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। সূত্রের খবর, চার্জশিটে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ‌্যায়-সহ কলাতন দাশগুপ্ত, দেবাঞ্জন দে, পৌলমী, বিকাশ ঝা, দীপু দাস, বর্ণণাদের নাম রয়েছে। সেখানে মীনাক্ষীদের পলাতক বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিট জমা পড়ার পরই সোমবার শিয়ালদহ আদালতে সশরীরে হাজিরা দেন মীনাক্ষী, কলাতন-সহ আট অভিযুক্ত।

Advertisement

অভিযুক্তদের তরফে আইনজীবীরা এদিন আদালতে জামিনের আবেদন করেন। বিচারক সেই জামিন মঞ্জুর করেন। অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন, কোনও শর্ত ছাড়াই, এক হাজার টাকার বন্ডে আদালতে সকলের জামিন মঞ্জুর করেছে আদালত। আর জি কর কাণ্ডে গত বছর ১৪ আগস্ট রাত দখল কর্মসূচি ছিল। ওই রাতে আর জি কর হাসপাতালে ‘বহিরাগতদের’ হামলা চলে। হাসপাতালে ভাঙচুর করা হয়েছিল। ভয়ে লুকিয়ে পড়েছিলেন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্সরা ও অন্যান্য কর্মীরা। আতঙ্ক ছড়িয়েছিল রোগীদের ও তাঁদের বাড়ির আত্মীয়দের মধ্যে। পরে বিপুল সংখ্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। হামলার পিছনে বাম সংগঠন ডিওয়াইএফআইয়ের মদত ছিল বলে অভিযোগ। ওই ঘটনায় দুই থানায় তিনটি মামলা রুজু হয়েছিল। টালা থানায় দুটি ও উল্টোডাঙায় থানায় একটি মামলা দায়ের হয়।

সেই ঘটনার প্রেক্ষিতেই মীনাক্ষী, কলতানদের নাম জড়ায়। সেই মামলাতেই এদিন জামিন নিলেন অভিযুক্তরা। এদিন মীনাক্ষীদের জামিন নিয়ে সিপিএমের রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “গত বছর ১৪ আগস্ট অবস্থানে বসেছিলেন প্রতিবাদীরা। তাঁদের ওপর হামলা চালায় একদল সমাজবিরোধী। বামপন্থীরা হামলাকারীদের ছবি ও নাম জানিয়েছিল। মুখ‌্যমন্ত্রী ডিওয়াইএফআইকে দায়ী করেছিলেন।” সেলিমের দাবি, চার্জশিটে মীনাক্ষীদের পলাতক দেখানো হয়েছে। কিন্তু কেউ পলাতক ছিলেন না। পুলিশ যখনই ডেকেছে, তখনই তাঁরা হাজিরা দিয়েছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ