Advertisement
Advertisement
Christmas 2024

বড়দিনে বন্ধ শহরের একাধিক রাস্তা, অন্য রুটে চলবে গাড়ি

আজ বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়। আজ বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর বুধবার ভোর ৪টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ হবে। বুধবার বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর নির্দেশিকা না দেওয়া পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে।

Christmas 2024: Many routes will be closed on Christmas Day in Kolkata

বড়দিনে জমজমাট পার্ক স্ট্রিট। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:December 24, 2024 4:18 pm
  • Updated:December 24, 2024 6:47 pm   

নিরুফা খাতুন: বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় সামলাতে কোমর বেঁধে নামছে কলকাতা ট্রাফিক পুলিশ। আজ, মঙ্গলবার থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক রাস্তায়। বুধবার বড়দিনের দিন চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট-সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। অপ্রীতিকর ঘটনা রুখতে উৎসবের দিনে পার্ক স্ট্রিট-সহ দ্রষ্টব‌্যস্থানগুলিতে থাকছে পুলিশের কড়া নজরদারি।

Advertisement

বড়দিনের উৎসবে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আজ থেকে ভিড় আরও বেড়েছে। শয়ে শয়ে মানুষ হাজির হচ্ছেন সাহেবি পাড়ায়। সন্ধ্যা থেকে জনজোয়ার আছড়ে পড়ছে। আজ, ডিসি পদমর্যাদার দুজন আধিকারিক থাকছেন পার্ক স্ট্রিটে। বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়। আজ বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর বুধবার ভোর ৪টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। বুধবার বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর নির্দেশিকা না দেওয়া পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে। কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে, এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথ ঘোরানো হবে।

আজ, মেয়ো রোড ও চৌরঙ্গী রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট এবং শেষপর্যন্ত রফি আহমেদ কিদওয়াই রোডের দিকে ঘুরিয়ে, শেষে পার্কস্ট্রিট। জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে বা মেয়ো রোডে দিকে ঘোরানো হবে, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার অন্যান্য রুটগুলির সঙ্গে। তবে চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী যানবাহন চলতে থাকবে ৷ ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোড বরাবর অটোগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। হো চি মিন সরণি থেকে শর্ট স্ট্রিট পর্যন্ত ক্যামাক স্ট্রিটে দ্বিমুখী যান চলাচলের অনুমতি থাকবে। প্রয়োজনে দক্ষিণগামী যানবাহনগুলিও ক্যাথেড্রাল রোড এক্সটেনশনের মাধ্যমে কুইন্সওয়েতে দিয়ে যাতায়াত করার অনুমতি দেওয়া হতে পারে।

কাল বড়দিনের দিন জওহরলাল নেহরু রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। হো চিন মিন সরণি থেকে শুধু মাত্র পূর্ব দিকে যাওয়ার গাড়ি চলার অনুমতি থাকবে। নো এন্ট্রি থাকবে রাসেল স্ট্রিটে। লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং বন্ধ করা হবে। যদি প্রয়োজন হয় ফ্রি স্কুল স্ট্রিট থেকে কিড স্ট্রিট পর্যন্ত পশ্চিমমুখী যানবাহনগুলির গতিপথ নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক কন্ট্রোল রুম দ্বারা অনুমোদিত না হলে শেক্সপিয়ার সরণি, ক্যামাক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট এবং লর্ড সিনহা রোডে কোনও দ্বিমুখী যান চলাচলের অনুমতি দেওয়া হবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ