গৌতম ব্রহ্ম: আগামী মাসেই গঙ্গাসাগর মেলা। ৮ থেকে ১৭ জানুয়ারি চলবে মেলা। ১৪ এবং ১৫ জানুয়ারি পুণ্যস্নান। প্রতিবারের মতো এবারও লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় ভিড় জমাবেন বলেই আশা প্রশাসনের। যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে সতর্ক নবান্ন। বুধবার নবান্নের সভাঘরে গঙ্গাসাগর মেলা প্রস্তুতি বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
একনজরে দেখে নেওয়া যাক কী কী ব্যবস্থা নিল প্রশাসন:
গতবারের মতো এবার গঙ্গাসাগর মেলায় ট্যাক্স তুলে নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। পরিবেশ দূষণের কথা এবারের গঙ্গাসাগর মেলা প্লাস্টিকমুক্ত করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.