Advertisement
Advertisement
CM Mamata Banerjee

আইন মেনে ‘চাকরিহারা’দের পাশে রাজ্য, গ্রুপ সি-তে নিয়োগের ভাবনা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের অনুষ্ঠানে জানালেন একথা মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee assures job for jobless teachers
Published by: Sucheta Sengupta
  • Posted:September 4, 2025 12:39 pm
  • Updated:September 4, 2025 12:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। ২০১৬ সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে ‘যোগ্য’, ‘অযোগ্য’ তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। ‘দাগি’র তালিকায় থাকা ১৮০৬ জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে তাঁদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজন আদালতের নির্দেশে ‘অযোগ্য’ বলে প্রতিপন্ন হয়েছে। কিন্তু তাঁদেরও চিন্তা নেই। আমরা তাঁদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে না হোক, গ্রুপ সি পদে যদি চাকরি করতে পারে, সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। কেউ ভাববেন না, আমাদের সরকার মানবিক।”

Advertisement

‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ অ্যাখ্যা দিয়ে গত এপ্রিল মাসে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়, ‘যোগ্য’ ও ‘অযোগ্য’র তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে। তার ভিত্তিতে স্থির হবে নতুন করে নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন কারা, কারাই বা বাতিল হিসেবে গণ্য হবেন। সেই নির্দেশ মেনে গত শনিবার, ২৯ সেপ্টেম্বর ‘দাগি’দের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতে ১৮০৬ জনের নাম রয়েছে। এঁদের মধ্যে কেউ কেউ তৃণমূল নেতা-মন্ত্রী ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এই তালিকা প্রকাশের পর তাঁদের চাকরি খারিজ হয়ে গিয়েছে। এবার সেসব ‘দাগি’দের পাশে আইনিভাবে দাঁড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, ”শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেলে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা নেওয়া হবে। ‘বেচারা’, যাঁরা এতদিন স্কুলে পড়ানোর পরও অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে আদালতের নির্দেশে, তাঁদের পাশে রাজ্য সরকার আইনিভাবে থাকছে। আমাদের সরকার মানবিক। স্কুল শিক্ষক না হলেও গ্রুপ সি পদে যদি চাকরি পান তাঁরা, সেজন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ