Advertisement
Advertisement
CM Mamata Banerjee celebrates Kali Puja

ঠিক যেন ‘ঘরের মেয়ে’, বাড়ির কালীপুজোয় ভোগ রাঁধলেন মুখ্যমন্ত্রী

ইন্দ্রনীল সেনের সুরে সুর মিলিয়ে বাড়ির কালীপুজোয় গান গাইলেন মমতা।

CM Mamata Banerjee celebrates Kali Puja in her residence at Kalighat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 4, 2021 7:05 pm
  • Updated:November 5, 2021 9:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে। সারা বছর প্রশাসনিক দায়িত্ব সামলান তিনি। তবে যে রাঁধে, সে তো চুলও বাঁধে। কালীপুজোয় পুরোদস্তুর ‘ঘরের মেয়ে’ মমতা। আটপৌরে শাড়িতে সেজে দিনভর নিজের হাতে কালীপুজোর আয়োজন করলেন তিনি। ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন, সবই করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

Mamata Banerjee

প্রতিবছরই মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই চলছে পুজোর আয়োজন। পুজোর আয়োজন তদারকি করেন তিনি।

Mamata Banerjee

বাড়ির পুজো বলে কথা, তাই ভোগ রান্না তো হবেই। বিশেষ দিনে গোটা হেঁশেলের দায়িত্বই যেন তাঁর কাঁধে। এদিন ভোগ রান্নাতেও হাত লাগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

Mamata

পুরোহিতের সঙ্গে কথা বলে পুজোর আয়োজন ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখেন মমতা। 

Mamata

দীপাবলি আলোর উৎসব। গোটা বাড়ি আলোয় মুড়ে ফেলেন সকলেই। এদিন নিজের বাড়িতে প্রদীপ জ্বালালেন মমতা।

Mamata

প্রদীপ হাতে প্রতিমার সামনে প্রার্থনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata

পুজোর আয়োজনেও হাত লাগান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন নবনীড় বৃদ্ধাবাসের আবাসিকরা। মমতার বাড়ির পুজোয় অংশ নেন তাঁরা। তাঁদের স্বাগত জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata

নিজের বাড়ির পুজোতে ইন্দ্রনীল সেনের সঙ্গে সুরে সুর মিলিয়ে গান গাইতেও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

Mamata

পরিজনদের সঙ্গে দাঁড়িয়ে অঞ্জলি দিলেন মমতা। ছিলেন অভিষেক ঘরনি রুজিরাও। 

Mamata

কালীপুজোর যজ্ঞে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Abhishek Banerjee

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ