কলকাতার হাসপাতালে তেজস্বীর সন্তানকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। নিজস্ব ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফুটফুটে সন্তানের জন্ম, দ্বিতীয়বার বাবা হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শহরের এক নামী বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীজায়া রাজশ্রী। খবর পেয়েই দুপুরে সদ্যোজাতকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য মা ও বাবাকে জানালেন শুভেচ্ছা।
Delighted to share in the joy of Tejashwi Yadav and Rajshri Yadav as they welcome a beautiful baby boy. My warmest wishes and heartfelt blessings to them, to Lalu Ji, and to the entire family. It was a pleasure to meet them today. Seeing both mother and child in good health…
— Mamata Banerjee (@MamataOfficial)
লালুপ্রসাদ যাদবের পর আরজেডি নেতা তেজস্বীর সঙ্গে বেশ সখ্য রয়েছে মমতার। এদিন হাসপাতালে লালুর গোটা পরিবারই উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পর হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, ”বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা, শান্তি নিয়ে ও এসেছে। আমি দেখে গেলাম। সকলের সঙ্গে দেখা হয়েছে। খুব খুশি। ওঁদের (তেজস্বী যাদব) পরিবারের নতুন সদস্য এসেছে, আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”
জানা গিয়েছে, গত ৯ মাস ধরে তেজস্বীর স্ত্রী কলকাতায় রয়েছেন। মধ্য কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন অন্তঃসত্ত্বা রাজশ্রী যাদব। সেই খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নিয়মিত লালুপ্রসাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খবরাখবর নেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সেকথা জানিয়েছেন।বাংলার মুখ্যমন্ত্রীর তথা ‘মমতাদিদি’র সঙ্গে তেজস্বীদের রাজনীতির বাইরেও দারুণ সম্পর্ক। তাই নিশ্চিন্তে কলকাতার হাসপাতালে স্ত্রীর চিকিৎসা থেকে সন্তানের জন্মের ব্যবস্থা করেছেন লালুপুত্র।
তাঁর কথায়, ”গতকাল রাতেই তেজস্বী আমাকে মেসেজ করে জানায় যে আজ ওঁর স্ত্রীর ডেলিভারি হবে। আমি সকালে ওঁকে শুভেচ্ছা জানাই। বলি যে দুপুরে আমি হাসপাতালে দেখতে যাব। তাই এসেছি। খুব ভালো লাগল বাচ্চাকে দেখে। পুত্রসন্তান হয়েছে। সন্তান ও মা ভালো আছে। এখানে লালুজি, রাবড়িদেবী সকলে আছেন, দেখা হল। সবাইকে শুভেচ্ছা জানালাম।” তৃণমূল নেত্রীর আরও বক্তব্য, ”বিহারে সামনে নির্বাচন আছে। তার জন্য আমি ওঁদের শুভকামনা জানিয়েছি। বলেছি যে এই সন্তান এসেছে সব শুভ নিয়ে, শান্তি নিয়ে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.