Advertisement
Advertisement
CM Mamata Banerjee

কালীঘাটে বিজয়া সম্মিলনী, মিষ্টি বিলি করে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মমতার

সেই ভিডিও নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee exchanges Vijaya Dashami greetings to the party members at Kalighat
Published by: Sucheta Sengupta
  • Posted:October 3, 2025 10:56 pm
  • Updated:October 3, 2025 11:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাদশীতেই বিজয়া সম্মিলনী কালীঘাটে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে। শুক্রবার বিকেলে সেখানে দলের সমস্ত জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মিষ্টি বিতরণের পাশাপাশি করে সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল তাঁর। 

Advertisement
কালীঘাটের কার্যালয়ে বিজয়ার মিষ্টি বিলি মুখ্যমন্ত্রীর। ছবি: এক্স হ্যান্ডেল।

শুক্রবার কালীঘাটে পার্টি অফিসে বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন দলের সাধারণ কর্মীরাও। তাঁদেরকেও ‘শুভ বিজয়া’ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে গৃহকর্ত্রীর মতোই অতিথি আপ্যায়ণ করতে দেখা গেল তাঁকে। পরে মুখ্যমন্ত্রী নিজেই সেই সমাবেশের ভিডিও পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডলে। দশমীর বিষণ্ণতার মাঝে সকলের সঙ্গে দেখা হওয়ায় উৎসবের রেশ জিইয়ে রইল বলে নিজের অনুভূতির কথাও লিখলেন দলনেত্রী।

এক্স হ্যান্ডলে কালীঘাটের কার্যালয়ে বিজয়া সম্মিলনীর ভিডিওটি পোস্ট করে মমতা লিখেছেন, ‘আজ কালীঘাটে বিজয়া সম্মিলনীতে যোগ দিলাম আমরা সবাই, ছিলেন দলের সব সদস্য, নেতা, কর্মী। শামিল হন সাংবাদিক বন্ধুরাও। এছাড়া বিনোদন জগতের অনেকে – গায়ক, অভিনেতা ও পুজো উদ্যোক্তারা ছিলেন।’ 

দলের জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মুখ্যমন্ত্রীর। ছবি: এক্স হ্যান্ডল।

তিনি আরও লেখেন, ‘যদিও দুর্গাপুজো শেষ হয়েছে, কিন্তু এর আবেশ রয়ে গিয়েছে আমাদের এই মিলিত হওয়ার মধ্যে। এটাই আমাদের ঐক্য, বন্ধন এবং আনন্দকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। আমরা এই আবহে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, একে অপরের খোঁজখবর নিয়েছি। আপনাদের সকলের এই পাশে থাকাই আমাদের মূল অনুপ্রেরণা, চলার পথে পাথেয়। এই নিয়েই আমরা এগিয়ে যাব। এই পবিত্র সময় আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলের পথে আলোকবর্তিকা হয়ে উঠুক।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ