Advertisement
Advertisement
CM Mamata Banerjee

অর্থদপ্তরে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর! খতিয়ে দেখলেন কাজ, কর্মীদের আবদারে তুললেন ছবি

কাজের ফাঁকে মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে খুশি ই-গভর্ন্যান্স সেলের কর্মীরাও।

CM Mamata Banerjee gives surprise visit to Finance department at Nabanna
Published by: Sucheta Sengupta
  • Posted:June 3, 2025 7:32 pm
  • Updated:June 3, 2025 7:35 pm   

মলয় কুণ্ডু: মঙ্গলবার নবান্নের অর্থদপ্তরে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর! এদিন দুপুরের অর্থদপ্তরের ই-গভর্ন্যান্স সেলে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন কাজকর্ম, কথা বলেন কর্মীদের সঙ্গেও। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে ফের নিজের দপ্তরে চলে যান মুখ্যমন্ত্রী। বেরনোর সময় কর্মীদের আবদারে তাঁদের সঙ্গে ছবিও তোলেন। মুখ্যমন্ত্রীর এই ‘সারপ্রাইজ ভিজিটে’ বেশ খুশি কর্মীরা। বলছেন, নিজে এসে কাজকর্ম দেখে গেলেন ‘ম্যাডাম’। খোঁজ নিলেন সুবিধা-অসুবিধারও।

Advertisement

ঘড়ির কাঁটা তখন দুপুর সাড়ে ১২টা পেরিয়েছে। এমন সময়েই রোজ নবান্ন পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলে সোজা ১৪ তলায়, নিজের দপ্তরে। তবে মঙ্গলবার একটু ব্যতিক্রম ঘটল। লিফটে আচমকা ১২ তলায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। এখানেই অর্থদপ্তরের ই-গভর্ন্যান্স সেল। বেশিরভাগ কাজকর্ম হয় এখান থেকে। মঙ্গলবার সেই দপ্তরে গিয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের সঙ্গে কথা বলেন, ঘুরে দেখেন দপ্তরের কাজকর্ম। ৬ থেকে ৭ মিনিট সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বেরিয়ে ১৪ তলায়, নিজের দপ্তরে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

কাজের ফাঁকে মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে খুশি হয়ে ওঠেন কর্মীরা। আবদার জানান তাঁদের সঙ্গে ছবি তোলার। সেই আবদার রাখেন মমতা। সকলের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসায় জানা গেল, মুখ্যমন্ত্রী আচমকাই অর্থদপ্তরের কাজ দেখতে গিয়েছিলেন। প্রসঙ্গত, নবান্নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। সেখানে মাঝেমধ্যে ‘সারপ্রাইজ ভিজিট’ দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। এর আগে বছরের প্রথমদিকে একবার এই অর্থদপ্তরেই আচমকা হাজির হয়েছিলেন মমতা। নিয়েছিলেন কাজের খতিয়ান। ৬ মাসের মধ্যে ফের গেলেন অর্থদপ্তরের ই-গভর্ন্যান্স সেলে, এবারও হঠাৎ করেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ