Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘এক মুঠো ফুল দাও না মাগো…’, বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নতুন গান প্রকাশ মুখ্যমন্ত্রীর

নতুন গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

CM Mamata Banerjee has released another song written and composed by her
Published by: Subhankar Patra
  • Posted:October 2, 2025 11:53 am
  • Updated:October 2, 2025 11:57 am   

মলয় কুণ্ডু: ‘এক মুঠো ফুল দাও না মাগো…’, বাংলার মানুষকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা ও সুর করা আরও একটি গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই গান সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। নতুন গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisement

বাতাসে বিষাদের সুর। উমার ফিরে যাওয়ার সময়ে মন খারাপ সকলের। ফের এক বছরের অপেক্ষা। এই আবহে এক্স হ্যান্ডেলে নতুন গানের প্রথম লাইন প্রকাশ করে রাজ্যের প্রশাসনিক প্রধান লেখেন, ‘এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…..’, সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।’

উৎসবের আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এইবার পুজোয় প্রায় তাঁর লেখা ও সুর করা ১৭টি গান মুক্তি পাবে। সেই মতো অনেকগুলি গান তিনি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। দশমীর দিন মুখ্যমন্ত্রীর নতুন গান অন্য মাত্রা যোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা আজকের গানটি ৩ মিনিট ৩০ সেকেন্ডের।

প্রতিবছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এই বছরও তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো স্বনামধন্য শিল্পীরা। তারই একটি নতুন গান আজ, বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ