সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রকে সরাসরি দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কথায়, ”কোথায় হারিয়ে গেলেন নেতাজি? কোন অন্ধকারে? কীভাবে যে হারিয়ে গেলেন, এখনও জানা নেই। তাঁর মৃত্যুদিনও আমরা জানতে পারলাম না। আমাদের কাছে তাঁর তথ্য সম্বলিত যা ফাইল ছিল, সেই ৬৪ ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি। কিন্তু কেন্দ্র ফাইল বের করেনি। বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে।”
মঙ্গলবার,নেতাজির জন্মবার্ষিকীতে রেড রোডে (Red Road)নেতাজি মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় রাজ্য সরকারের তরফে। সেখানে প্রতিবারই নিজে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবারও ছিলেন। আর সেখান থেকেই দেশনায়ককে নিয়ে কেন্দ্রের উদাসীনতাকে তোপ দাগলেন তিনি। নীতি আয়োগকেও দুষলেন। তাঁর কথায়, ”আগে প্ল্যানিং কমিশন ছিল। সেখানে ভালো কাজ হতো। কিন্তু এখন হয়েছে নীতি আয়োগ। যার কোনও নীতি নেই, আয়োগ নেই। মোমের পুতুলের মতো।”
নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর আগে রাজ্যের হাতে থাকা অন্তর্ধান সংক্রান্ত ফাইল প্রকাশ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন্দ্রেরও সেই কাজ করার কথা ছিল। কিন্তু কেন্দ্রের হেফাজতে থাকা কোনও ফাইল প্রকাশিত হয়নি। ১২৭ তম জন্মবার্ষিকীতে সেই আক্ষেপ ঝরে পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। বললেন, ”আমরা নেতাজির মৃত্যুদিনটাও জানতে পারলাম না। ওরা বলেছিল, ছাই নিয়ে যেতে। আমি বলেছি, ছাই নেব না, আমাদের জীবন্ত নেতাজি চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.