ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সোমবার নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী ছিল রাজ্য বিধানসভা। বিজেপি বিধায়কদের অসংসদীয় আচরণের জন্য তাঁদের চারজনকে স্পিকার সাসপেন্ড করায় তার প্রতিবাদে বিধানসভার বাইরে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটে। সাসপেন্ডেড বিধায়কদের মার্শাল দিয়ে বের করতে গেলে অন্যান্য বিধায়করা ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী জখম হন। মঙ্গলবার বিধানসভায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় উষ্মাপ্রকাশ করেন তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বলেন যথাযথ ব্যবস্থা নিতে। মনে করিয়ে দিলেন সিঙ্গুর আন্দোলনের সময়কার কথাও। সেবার অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার, বিধানসভা অধিবেশনের শেষ দিনে নির্দিষ্ট সময়ে বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শেষ দিনেও বিজেপি অধিবেশন বয়কট করেছে। এদিন তাঁদের কেউই ছিলেন না অধিবেশনে। বিজেপি বিধায়কদের ছাড়াই এদিন একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। তারপর কক্ষ থেকে বেরিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও কয়েকজন মন্ত্রীকে নিয়ে সোজা চলে যান নিরাপত্তারক্ষীদের কাছে। সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে যাঁরা জখম হয়েছিলেন, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। সহমর্মিতা ও দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের আবদার মেনে ছবিও তোলেন। তারপরই সোমবারের সংঘর্ষ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁরা আহত হয়েছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।” বিজেপির এমন আচরণের জন্য অধ্যক্ষকে পদক্ষেপ করার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কালকে আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে না কি এফআইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল।” অধ্যক্ষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বলছি না যে আপনি বেতন কাটুন। কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন।” যদিও স্পিকার আগেই জানিয়েছেন, সকলের সমস্ত অভিযোগের তদন্ত হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.