Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে সরকারি ছুটি’, বিশ্বকর্মা পুজোর সকালে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর।

Bengal CM Mamata Banerjee post wishing people on Vishwakarma Puja
Published by: Subhankar Patra
  • Posted:September 17, 2025 10:14 am
  • Updated:September 17, 2025 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। পুজোর সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে ফের সেকথা সকলকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই জানালেন বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা।

Advertisement

আজ, বুধবার বিশ্বকর্মা পুজোর সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।’

সম্প্রতি ভিনরাজ্যে গিয়ে বাংলায় কথা বলায় শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। তা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। পথে নেমে প্রতিবাদে শামিল হন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার কথা বলেছেন। পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতাধীন পরিযায়ী শ্রমিকরা রাজ্য়ে ফেরার পর যতদিন না কাজের সুযোগ পাচ্ছেন ততদিন প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্যসাথী-সহ রাজ্যের পরিষেবামূলক প্রকল্পের সুবিধাও তাঁরা পাবেন। সেই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা আগেই করেছিলেন মমতা। আজকে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement