ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিয়ে ‘যোগ্য’দের পুনর্বহাল করা যাবে কি না তা ঠিক করবে শীর্ষ আদালতই। তার আগে অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। শুরু হয়ে যাবে পরীক্ষাগ্রহণের প্রক্রিয়াও। তবে ভবিষ্যতে রিভিউ পিটিশনের রায় যদি ‘যোগ্য’ চাকরিহারাদের মান্যতা দেয় তাহলে সেটাই কার্যকর করা হবে।
পরীক্ষা না দিয়েই চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এদিন সেই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। এদিন কী কী বললেন মমতা?
রাজ্য় সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে। কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে।
কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতির পুরনো অর্ডার যদি ক্যারি না তাহলে সুপ্রিম কোর্ট বলে দিতে পারে, তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা মানোনি, তাই পুরো প্যানেল বাতিল করা হল।
সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে।
রিভিউ পিটিশনের শুনানিতে যা বলবে তাই মানব। যদি বলে পরীক্ষা দিতে হবে না, আপনাদের মান্যতা দেওয়া হল। তাই মানব। কিন্তু এখন কোনও উপায় নেই তাই সুপ্রিম নির্দেশ মানতে হচ্ছে।
বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হচ্ছি। আমরা চাই, চাকরিহারার চাকরি পাক।
৩০ মে এসএসসির নতুন বিজ্ঞপ্তি জারি হবে।
১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন।
প্যানেল প্রকাশ ১৫ নভেম্বর।
কাউন্সিলিং ২০ নভেম্বর।
রিভিউ হতে যদি সময় লাগে তাহলে তাই হাতে সময় রাখা হচ্ছে। রিভিউ পিটিশনে যদি সুবিচার না মেলে তাহলে নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করব।
শিক্ষক-শিক্ষিকার জন্য শূন্যস্থান ২৪ হাজার ২০৩টি।
অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১১ হাজার ৫১৭টি অতিরিক্ত পদ। চাকরিহারাদের নিয়ে ২৩ হাজার ২১২ শূন্যপদ।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৬ হাজার ৯১২টি পদ। একাদশ-দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্যপদ ১২ হাজার ৫১৪টি।
গ্রুপ-সির জন্য অতিরিক্ত শূন্যপদ ৫৭১টি। গ্রুপ সি-র জন্য মোট শূন্যপদ ২ হাজার ৯৮৯টি।
গ্রুপ ডির জন্য অতিরিক্ত হাজার পদ করা হচ্ছে। গ্রুপ ডি ৫ হাজার ৪৮৮টি শূন্যপদ।
চাকরিহারাদের বয়স সীমায় ছাড়। যারা কাজ করেছেন তাঁদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার।
গ্রুপ সি, গ্রুপ ডির যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য অন্য বিভাগে আবেদনের ব্যবস্থা করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারির তিন-চারদিন পর বিজ্ঞপ্তি জারি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.