নব্যেন্দু হাজরা: বাংলার বাইরে বাঙালি ‘হেনস্তা’র অভিযোগের রেশ আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। তাদের এক রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাতে উল্লেখ, ভারতের বাংলাভাষী লোকজনের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার এবং অবৈধভাবে থাকার অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার তাদের সেই রিপোর্টের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
The internationally reputed and New York-based multi-country NGO Human Rights Watch (HRW) has also now highlighted the issue of harassment, persecution, and illegal deportation of Bengali-speaking people of India by the BJP governments in various States.
AdvertisementThe human rights…
— Mamata Banerjee (@MamataOfficial)
নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার কর্ণধার এলায়েন পিয়ারসনের বক্তব্য উঠে এসেছে সেই রিপোর্টে। তাঁর বক্তব্য, বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে যে কোনও নাগরিককে হেনস্তা চলছে। রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে বিজেপি শাসিত অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশায় এমন ঘটনা বেশি ঘটছে।
নিজের এক্স হ্যান্ডলে তা শেয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, বাঙালি হেনস্তা নিয়ে বাংলার সরকার যে প্রতিবাদ করেছে, তাকে মান্যতা দিল আন্তর্জাতিক সংস্থাও। এটা খুব লজ্জার! এবার তো এসব বন্ধ হোক।
প্রসঙ্গত, দিন কয়েক ধরে বাংলার বাইরের রাজ্যগুলিতে কর্মরত পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললেই তাঁদের অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। কারও কারও বৈধ নথি থাকা সত্ত্বেও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাকের চেষ্টা চলছে। ভিনরাজ্যে এভাবে বাংলা ও বাঙালির ‘অপমান’ নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। আগামী ২৭ জুলাই থেকে জেলায় জেলায় ‘ভাষা আন্দোলনে’র ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। এবার বিষয়টি নিয়ে নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট উল্লেখ করে সোশাল মিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.