Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘NRC-র নোটিস কেন?’ বাংলায় SIR নিয়ে মমতার সাফ হুঁশিয়ারি, ‘আগুন নিয়ে খেলবেন না’

'দুর্যোগে মানুষ কাগজপত্র হারিয়েছেন, এখন কোথা থেকে নথি জমা দেবে?' প্রশ্ন মমতার।

CM Mamata Banerjee slams BJP over SIR issue
Published by: Sucheta Sengupta
  • Posted:October 9, 2025 5:26 pm
  • Updated:October 9, 2025 7:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় এসআইআরের প্রস্তুতির তোড়জোড় শুরু হতেই ফের বিরোধিতায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সরাসরি সাংবাদিক বৈঠক করে তাঁর সাফ হুঁশিয়ারি, ”তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের কোনও নাগরিকের নাম বাতিল হয়, তাহলে বলব, আগুন নিয়ে খেলবেন না। এখন বাংলায় দুর্যোগ পরিস্থিতি। বন্যায় মানুষের ঘরবাড়ি, কাগজপত্র সব ভেসে গিয়েছে। কোথা থেকে মানুষ এখন কাগজ দেবে? কেউ কেউ আবার উৎসবের ছুটিতে বাইরে আছেন। তাঁরাই বা এখন কাগজ দেখাবেন কীভাবে?”

Advertisement

নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিস পেয়েছেন পুজোর পরপর। সেই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, ”এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন। এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।” 

ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর হুমকির সুরে বলেছেন, দেড় কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। তাঁর এই মন্তব্য নিয়ে মমতার প্রশ্ন, এসআইআরের কাজ শুরু হওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে ওই কথা বললেন? সবকিছুর পিছনে কি মীরজাফরের সিদ্ধান্ত? উনি যা বলবেন, তাই হবে? আপনারা বাংলার বকেয়া দেন না, বাংলাকে সবক্ষেত্রে বঞ্চিত করেন আর ভোট এলেই আপনাদের টাকা বেরয়! মনে রাখবেন, বাংলায় প্রতিটি সম্প্রদায়ের মানুষ লড়াকু। তাঁরা লড়াই করে ঠিক নিজেদের অধিকার বুঝে নেবে। আপনারা তাঁদের দমিয়ে রাখতে পারবেন না।” উল্লেখ্য, বুধবারই অমিত শাহকে ‘মীরজাফর’ বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও ফের সেকথাই বললেন।

এই মুহূর্তে রাজ্য সফরে এসেছে নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল। রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী। তাঁরা বৃহস্পতিবার কোলাঘাটে গিয়ে বুথস্তরের নির্বাচনী আধিকারিকদের ডেকে বৈঠক করেছেন। তা নিয়ে মুখ্যমন্ত্রী নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। তাঁর প্রশ্ন, এখন তো ভোট নয়। এখনও কমিশনের অধীনে যায়নি রাজ্য। তবে কেন বিএলও-দের নিয়ে বৈঠক করছেন?” নাম না করে মমতার হুঁশিয়ারি, ”বেড়ে খেলবেন না, দুর্নীতির অনেক অভিযোগ আছে, সময় হলে ঠিক প্রকাশ করব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ