Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘শান্তি ফিরুক’, হিংসা বিধ্বস্ত নেপালে এখনই না যাওয়ার পরামর্শ মমতার

Nepal Protest: মঙ্গলবার শিলিগুড়ি যাওয়ার পথে সকলকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee urges people to maintain peace amidst Nepal Protest
Published by: Sucheta Sengupta
  • Posted:September 9, 2025 2:42 pm
  • Updated:September 9, 2025 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণবিক্ষোভে সরকার পতনের মতো তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে প্রতিবেশী দেশে। এই মুহূর্তে কার্যত পালানোর পথ খুঁজছেন নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বাংলার সীমান্ত লাগোয়া দেশের এই পরিস্থিতির প্রভাব পড়ার আশঙ্কা এপাড়েও। তা নিয়ে মঙ্গলবার উদ্বেগপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর কথায়, ”নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা  কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।” মুখ্যমন্ত্রীর আরও সতর্কবার্তা, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান। বললেন, ”কেউ হঠাৎ করে ঝুঁকি নিয়ে ওখানে চলে যাবেন না। আমাদের না জানিয়েও যাবেন না।”

মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন। তার আগে ফের একবার এসআইআর নিয়ে দলের আপত্তির কথা জানিয়ে গেলেন। স্পষ্ট বললেন, ”এসআইআরের বিরুদ্ধে আমরা। ওই কাজ এক, দুদিনের নয়। ৩, ৪ বছর লেগে যাবে। যখন হবে, তখন দেখা যাবে। তবে ভোটার কার্ড, আধার কার্ড যত্ন করে রাখুন। যাঁদের নেই, তাঁরা এপিক বানিয়ে নেবেন। ওটা রাখলেই হবে।” উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরে বাঙালি অস্মিতা নিয়ে কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সবমহলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ