Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

‘পুকুর ভরাট করে নির্মাণ করলে ভেঙে দেওয়া হবে’, পরিবেশ রক্ষায় হুঁশিয়ারি মমতার

মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

CM Mamata Banerjee warns to demolish construction made upon water bodies
Published by: Subhankar Patra
  • Posted:June 24, 2025 1:26 pm
  • Updated:June 24, 2025 2:01 pm  

সন্দীপ চক্রবর্তী: পুকুর ভরাট নিয়ে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলাশয় ও পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ গড়ে উঠলে তা ভেঙে দেওয়া হবে। পরিবেশের সঙ্গে কোনও আপস করা হবে না, জানালেন মমতা।

Advertisement

বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে অভিযোগ তোলে রাজ্যে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ  হচ্ছে। জলাশয় বুজিয়ে দেওয়ারও অভিযোগ সামনে আসে। কিন্তু রাজ্য প্রশাসন যে এই ‘অপরাধ’ বরদাস্ত করবে করবে না তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি বলেন, “জোর করে পুকুর ভরাট করলে নির্মাণ ভেঙে দেওয়া হবে। স্থানীয় কিছু ইনফ্লুয়েন্সে অনেকে এমন করেন। পরিবেশ বাঁচাতে কোনও আপস নয়। অভিযোগ এলে পরিবেশ বিভাগ কঠোর ব্যবস্থা নেবে।” পুকুর ভরাট নিয়ে কড়া মন্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে নতুন করে খনন হয়েছে সাড়ে চার লাখ পুকুর।

উল্লেখ্য, বিধানসভার চলতি বাদল অধিবেশনে পুকুর ভরাট নিয়েই কড়া বার্তা দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, জলাভূমির চরিত্র বদল করা যাবে না। জলাভূমি ভরাটের অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার জরিমানার শাস্তির বিধান রয়েছে। এবার পুকুর ভরাট নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীও।

এদিকে ডিভিসির ছাড়া জল ও লাগাতার বর্ষণের জেরে ঘাটাল বন্যা কবলিত। সেই কথা উল্লেখ না করে বন্যাত্রাণ নিয়ে কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার বন্যাত্রাণ নিয়ে রাজ্যকে বারবার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন মমতা। তিনি বলেন, “ড্রেজিং হয় না। অন্য রাজ্যের ছাড়া জলে ক্ষতিপূরণ দিতে হয় আমাদের।” সবকিছু সামলে রাজ্য সরকার বন্যা রোধে তিন জেলায় ২০ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে চার হাজার বর্গকিমি বন বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement