সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীতের চলাচল গোটা বিশ্বজুড়ে। সুর, তাল, লয়, ছন্দের সঙ্গে একাত্ম হতে পারেন বিশ্বের যে কোনও ভাষাভাষীর মানুষ। সেই সঙ্গীত উদযাপনের দিন আজ, ২১ জুন। আজ বিশ্ব সঙ্গীত দিবস। এমন দিনে ফের সৃষ্টিকর্মে মাতলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত দিবস উপলক্ষে নিজে রচনা করলেন একটি গান। কথা লিখলেন, দিলেন সুর। ‘আমি সঙ্গীত পিয়াসী’ নামে একটি গান বেঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই গান গাইলেন সঙ্গীত পরিচালক জিৎ। নিজের সোশাল মিডিয়ায় সেই মিউজিক ভিডিও পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।লিখেছেন,সঙ্গীত দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুরের মূর্ছনায় প্রাণবন্ত হোক সকলের হৃদয়। সঙ্গীত শিল্পী জিৎ-এর কণ্ঠে, আমার কথা ও সুরে ‘সঙ্গীত দিবসের গান’।
সঙ্গীত দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুরের মূর্ছনায় প্রাণবন্ত হোক সকলের হৃদয়। সঙ্গীত শিল্পী জিৎ-এর কণ্ঠে, আমার কথা ও সুরে ‘সঙ্গীত দিবসের গান’।
— Mamata Banerjee (@MamataOfficial)
গানটি শুরু হয়েছে – ‘আমি সঙ্গীত পিয়াসী/ আমি সঙ্গীত ভালোবাসি’। মমতার সুর দেওয়া গানটিতে জিতের কণ্ঠজাদুর যেন অপূর্ব মেলবন্ধন। মুখ্যমন্ত্রীর লেখায় উঠে এসেছে তাঁর নিজস্ব কর্মজীবনের কথাও। গানের মধ্যভাগের কথাগুলো অনেকটা এরকম – ‘আমার হাসির কলরবে বাজে ওই কেরতান/আমার কার্যধারায় বাজে দোলার গান/আমার মনের মনমন্দিরে আছে যজ্ঞশালা/আমি ভালোবাসি কাজ, ওটা আমার কর্মশালা/আমার হৃদয়ে সঙ্গীত বাজে সুধার মতো তরে/আমার হৃদয় পিয়াসী বাজে সঙ্গীত সুধা ঝরে।’
গোটা মিউজিক ভিডিওতে শুধু গীতিকার, সুরকার ও গায়ককেই তুলে ধরা হয়েছে তাই নয়। তাতে উঠে এসেছে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য। কখনও বাউল গান, কখনও ছৌ নাচ, কখনও ধামসা-মাদলের তাল রয়েছে ভিডিওটিতে। সবমিলিয়ে ৩ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে নিঃসন্দেহে। তবে এটাই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতপ্রেম সর্বজনবিদিত। গান লেখা থেকে সুর দেওয়া, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী তিনি। বিশ্ব সঙ্গীত দিবসে তাই নিজের সেই প্রতিভারই বিকাশ ঘটালেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.