Advertisement
Advertisement
CM Mamata Banerjee

বিশ্বের দরবারে বাংলার জয়গান! মহাষ্টমীর শুভেচ্ছাবার্তায় নিজের গান শেয়ার করলেন মমতা

মনোময় ভট্টাচার্যর গাওয়া ৪ মিনিট ৩৫ সেকেন্ডের গানটি শুনেছেন?

CM Mamata Banerjee wishes for Asthami in X handle and shares her new song
Published by: Sucheta Sengupta
  • Posted:September 30, 2025 11:00 am
  • Updated:September 30, 2025 11:36 am   

মলয় কুণ্ডু: বিশ্বের দরবারে বাংলার জয়গান। সে ঐতিহ্য, সংস্কৃতিই হোক কিংবা কর্মদক্ষতা – নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছে এই বাংলা। মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই কৃতিত্বের কথাই সোশাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের তৈরি নতুন গান তিনি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে। গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানটি গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য। সেই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বসেরা বাংলা/মাতৃময়ী মা বাংলা/ কর্মময়ের বাংলা। সকলকে জানাই মহাষ্টমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

Advertisement

বাঙালির প্রাণের উৎসব একেবারে মধ্যগগনে। আজ মহাষ্টমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অঞ্জলির ভিড়, তারপর হবে সন্ধিপুজোয তা শেষ হলেই নবমী তিথি শুরু একেবারে শেষ পর্বে পা রাখবে দুর্গাপুজো। নবমী নিশি পেরলে বিজয়ার বিষণ্ণতা। আর এমন মুহূর্তে উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই দুর্গাপুজো বাংলার ঐতিহ্য বহন করছে, সে কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই বছর চারেক আগে দুর্গাপুজোকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা পেয়েছে ইউনেস্কোর তরফে। তাতেই আরও বেশি করে বিশ্বজনীন হয়ে উঠেছে বাঙালির প্রাণের উৎসব। তা স্মরণ করে মুখ্যমন্ত্রীর নতুন গান। তার প্রথমাংশ অনেকটা এরকম – “দেশের সেরা বাংলা/বিশ্বসেরা বাংলা/মাতৃময়ী মা বাংলা/কর্মময়ের বাংলা”। গানে উঠে এসেছে বাঙালি মেধাবীদের নোবেলজয় থেকে বিশ্বমঞ্চে হাজার কৃতিত্বের কথা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা ৪ মিনিট ৩৫ সেকেন্ডের গানটি গেয়েছেন মনোময় ভট্টাচার্য। তাঁর অসাধারণ গায়কীতে বাংলার সঙ্গে বিশ্বের এই যোগ যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এবছর তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেসব গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যের মতো স্বনামধন্য শিল্পীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ