Advertisement
Advertisement
Mamata Banerjee-Omar Abdullah

মমতা-সাক্ষাতে কলকাতায় ওমর আবদুল্লা, পহেলগাঁও পরবর্তী সময় জরুরি বৈঠক

বৃহস্পতিবার বিকেলে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর আলোচনা হওয়ার কথা।

CM of Jammu and Kashmir Omar Abdulla to meet Mamata Banerjee at July 10 in Kolkata
Published by: Sucheta Sengupta
  • Posted:July 9, 2025 12:08 pm
  • Updated:July 9, 2025 12:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস দুয়েক পর বঙ্গ সফরে আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় আসছেন তিনি। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নবান্নে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, আলোচনা হতে পারে একাধিক বিষয় নিয়ে। বিশেষত পহেলগাঁও ইস্যুতে যেভাবে প্রতিনিধিদের পাঠিয়ে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এ রাজ্যের শাসকদল, তাতে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানাতে পারেন ওমর আবদুল্লা। এছাড়া ভোটার তালিকা সংশোধনে জটিলতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে মমতা-ওমরের মধ্যে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বিকেলে নবান্নে এই সাক্ষাৎপর্ব হওয়ার কথা।

Advertisement

সর্বভারতীয় স্তরে বিরোধী জোটের অন্যতম মুখ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত নির্বাচনী আবহে বিজেপি বিরোধী লড়াইয়ে দেশের সমস্ত আঞ্চলিক বিরোধী দলকে এক ছাতার নিচে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন দলের নেতানেত্রীদের সঙ্গে মমতার সুসম্পর্কের কারণেই এই কাজে এত সাফল্য তাঁর। তাই মাঝেমধ্যে তাঁর সাক্ষাৎপ্রার্থী হন আঞ্চলিক দলের শীর্ষ নেতৃত্ব। এর আগে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, দেখা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এবার আসছেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

এপ্রিলের ২২ তারিখ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সন্ত্রাসী কার্যকলাপে ভূস্বর্গের পর্যটনস্থলগুলিতে নেমে এসেছিল অন্ধকার। পাক গোলাগুলিতে সীমান্তবর্তী গ্রামগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাথার উপর ছাদ চলে গিয়েছিল অনেকের। এই অবস্থায় সে রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন প্রতিনিধিদল। ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, মানস ভুঁইঞা-সহ ৫ জন গিয়েছিলেন কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ-সহ নানা এলাকায়। এরপর জুলাইয়ের প্রথমদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কলকাতায় আসা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ