Advertisement
Advertisement
Vikash Misra

কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তা! গ্রেপ্তার ‘কিংপিন’ বিকাশ মিশ্র

কয়লা কাণ্ডে আপাতত জামিনে আছেন বিনয়।

Coal smuggling accused Vikash Misra arrested in POCSO case

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:November 24, 2024 4:00 pm
  • Updated:November 24, 2024 4:56 pm  

অর্ণব আইচ: কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তা! গ্রেপ্তার পাচারের ‘কিংপিন’ বিকাশ মিশ্র। রবিবার তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানা। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে পকসো ধারায় অভিযোগ দায়ের হয়েছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তা করে বিকাশ। বিনয়ের স্ত্রী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন বিনয়ের স্ত্রী। তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামিকাল অর্থাৎ সোমবার তাঁকে পকসো আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, কয়লা ও গরু পাচার দুটো মামলাতেও বিকাশকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আপাতত জামিনে আছেন। তবে প্রতি সপ্তাহে হাজিরা দিতে যান সিবিআই দপ্তরে। এর মধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হল সে। কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ব্যবসায়ী বিকাশ মিশ্রর নাম উঠে আসে। তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। দীর্ঘদিন আসানসোলে সংশোধনাগারে ছিলেন বিকাশ। আপাতত সিবিআই মামলায় জামিনে রয়েছেন। আপাতত কলকাতা পুলিশের হেফাজতে কয়লা পাচারের ‘কিংপিন’।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement