Advertisement
Advertisement
Bidhannagar

ট্রেন ঘোষণায় চরম বিভ্রান্তি, দেড় ঘণ্টা রেল অবরোধ বিধাননগরে

আপ ও ডাউনে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল।

Commuters stage protest at Bidhannagar train station | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 2, 2024 9:11 pm
  • Updated:February 2, 2024 9:15 pm  

সুব্রত বিশ্বাস: ট্রেন চলাচলে ঘোষণা নিয়ে চরম বিভ্রান্তি। অফিস থেকে ফেরার ব্যস্ত সময়ে চূড়ান্ত হয়রানির শিকার হলেন যাত্রীরা। বিধাননগর (Bidhannagar) স্টেশনে সন্ধে সাতটা থেকে রেল অবরোধ করেন যাত্রীরা। আপ ও ডাউন লাইনে অবরোধের ফলে রাত পর্যন্ত ট্রেন চালাচল অনিয়মিত হয়ে পড়ে। ফলে রাতে বাড়ি ফেরার পথে অসংখ‌্য যাত্রী আটকে পড়েন বিভিন্ন ট্রেনে।

Advertisement

অভিযোগ, বিধাননগর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে পর পর ট্রেন (Train) আসবে বলে ঘোষণা হচ্ছিল। তাতে যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ছিলেন। কখন কোন ট্রেন আসবে, তা বুঝতে পারছিলেন না। যার জেরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যাত্রীরা প্রতিবাদে অবরোধ করেন। ফলে সন্ধের ব্যস্ত সময়ে আপ ও ডাউন ট্রেন চলাচল আটকে পড়ে। ট্রেনগুলিতে যাত্রীরাও আটকে পড়ে ধৈর্য হারান।  

[আরও পড়ুন: ‘জন্মের আগেই নোটিস দিয়েছে অভিষেককে’, ইডিকে একহাত নিলেন মমতা]

যাত্রীরা জানাচ্ছেন, আপ দত্তপুকুর (Duttapukur) লোকাল ঘোষণা করে এক প্ল‌্যাটফর্মে দেওয়া হবে। ট্রেনটি অন‌্য প্ল‌্যাটফর্মে ঢুকে পড়লে যাত্রীদের মধ্য়ে হুড়োহুড়ি শুরু হয়। ফুটওভারব্রিজ পার হয়ে আসতে গিয়ে অনেকেই তাড়াহুড়োয় পড়ে যান। তা সত্বেও অনেকেই ট্রেন ধরতে পারেনি। এর পর ক্ষুব্ধ যাত্রীরা লাইনে নেমে ট্রেন অবরোধ শুরু করেন। পরে রেল কর্তৃপক্ষ ভুল ঘোষণার জন‌্য কঠোর পদক্ষেপ করবে বলে আশ্বাস দেওয়ার পর সাড়ে আটটা নাগাদ অবরোধ ওঠে। 

[আরও পড়ুন: এক মাসে চতুর্থ ঘটনা! আমেরিকায় ফের মৃত্যু ভারতীয় পড়ুয়ার]

পূর্ব রেলের সিপিআরও (CPRO) কৌশিক মিত্র বলেন, এক প্ল‌্যাটফর্মে আসার কথা ছিল, ট্রেনটি অন‌্য প্ল‌্যাটফর্মে চলে আসায় বিড়ম্বনার সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, এমনীতেই ট্রেন বিলম্বে চলে। তার উপর বাতিলের হিড়িক। এরপরেও ভুল ঘোষণা মেনে নেওয়া যায়না। এদিন বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। ফলে হয়রানি চূড়ান্ত পর্যয়ে পৌঁছোয় এদিন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement