Advertisement
Advertisement
West Bengal assembly election

‘পরিবর্তিত পরিস্থিতির’ কথা মাথায় রেখেও ‘একাই’ ছাব্বিশের ভোট প্রস্তুতি কংগ্রেসের

২৯৪ আসনেই প্রার্থী দিয়ে লড়াইয়ের কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

Congress not likely to form alliance in West Bengal assembly election

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 12, 2025 3:06 pm
  • Updated:August 12, 2025 3:06 pm   

স্টাফ রিপোর্টার: ‘পরিবর্তিত পরিস্থিতি’-র কথা মাথায় রেখেই রাজ‌্যজুড়ে ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু করে দিচ্ছে প্রদেশ কংগ্রেস।

Advertisement

ইতিমধ্যেই ২৯৪ আসনেই প্রার্থী দিয়ে লড়াইয়ের কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলার মানুষ চায় কংগ্রেস নিজেদের প্রতীকে দাঁড়াবে। পরে পরিবর্তিত পরিস্থিতিতে হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী আমরা চলব।” তবে কি সরাসরি জোট? শুভঙ্কর বলেন, “জোটের কথা ভাবছেন কেন? কংগ্রেস ২৯৪টি আসনেই লড়বে।”

কিছুদিন আগেই নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপির ‘ভোট চুরি’ অভিযোগকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন বিধানভবনে তাঁর সেই সাংবাদিক বৈঠকের ভিডিও চালিয়ে দেখানো হয় দলের কর্মী ও পথচলতি মানুষকে। পরে শুভঙ্করের বক্তব‌্য, “রাহুল গান্ধী ভোট চুরির কথা তুলে ধরেছেন। এটা ডিজিটাল ইন্ডিয়ার আমদানি।”

রাজ্যে ভোট চুরি নিয়ে তৃণমূলকেও দুষেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিজেপি ও কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি জানান, এ নিয়ে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলবে। আজ, মঙ্গলবার রাজভবন অভিযান রয়েছে যুব কংগ্রেসের। বুধবার প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর কর্মসূচি রয়েছে কলকাতায়।

রাজ্যে ‘ভোটে সন্ত্রাস’, ‘ভোট চুরি’ নিয়ে এদিন লাগাতার তৃণমূল সরকারকে বিঁধেছেন শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গে ভোটে সন্ত্রাস হয়। আগেও হতো, এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। অন্য রাজ্যে মৃত্যু হতো, এখন ভোট এলেই মৃত্যু হয় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে দেখা যায় ভোট চুরি।”

রাজ্যে কংগ্রেস শূন‌্য অবস্থার জন‌্য নির্বাচন কমিশনেরও ভূমিকা রয়েছে বলে দুষেছেন শুভঙ্কর। তাঁর কথায়, “এ রাজ্যে কংগ্রেস যে শূন্য হয়েছে তাতে নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে। যার নিরপেক্ষ ভূমিকা পালন করা প্রয়োজন তার ভূমিকা যে কী হচ্ছে সেটাই বুঝতে হবে।”

যদিও তৃণমূল সরকারকে এভাবে নিশানা করার পিছনে শুভঙ্করের দলের কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ‌্য আছে বলে দাবি কংগ্রেসেরই একটা বড় অংশের। দলের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রদেশ নেতৃত্ব। তাতে মূল উদ্দেশ‌্য রাহুল গান্ধীর সর্বভারতীয় স্তরে বার্তা পৌঁছে দেওয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ