ছবি: অরিজিৎ সাহা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে রাহুল গান্ধী ও বিরোধীদলের সাংসদের হেনস্তার বিরুদ্ধে কংগ্রেসের রাজভবন অভিযান। তা ঘিরে শহরের প্রাণ কেন্দ্রে ধুন্ধুমার! পুলিশ ও কংগ্রেসীদের ধস্তাধস্তি। কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। আটক করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও কর্মী সমর্থকদের।
মঙ্গলবার দুপুরে মিছিল রাজভবনের সামনে যেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কংগ্রেস নেতৃত্বের। ব্যারিকেড টপকে রাজভবনের সামনে চলে যান এক কর্মী। তাঁকে আটক করে পুলিশ। তারপরই রাজভবনের গেটের সামনে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর ও অন্যান্য নেতৃত্ব। দাবি করেন, তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।
কিছুক্ষণ পরই তাঁকে-সহ অন্যান্য নেতৃত্বকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। মিছিল থেকে শুভঙ্কর জানান, রাহুল গান্ধী ভোট চুরি ধরে ফেলেছেন। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট চুরি করেছে। দিল্লিতে বিরোধী সাংসদদের হেনস্তা করা হয়েছে। তার প্রতিবাদে কংগ্রেসের এই রাজভবন অভিযান।
সোমবার এসআইআর ও বিজেপির ‘ভোট চুরি’র অভিযোগ তুলে দিল্লিতে ইলেকশন কমিশন ঘেরাও কর্মসূচি করে ‘ইন্ডিয়া জোট’। সেখানে দিল্লি পুলিশের হাতে ‘আক্রান্ত’ হন বিরোধী দলের সাংসদরা। অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া ও মিতালী বাগ। আটক করা হয় রাহুল-সহ সাংসদদের। সেই ঘটনার প্রতিবাদ ও এসআইআরের বিরুদ্ধে রাজভবন অভিযান প্রদেশ কংগ্রেসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.