দিশা ইসলাম, সল্টলেক: নিউটাউনে নির্জন জঙ্গলে বছর ১৩-এর নাবালিকাকে ধর্ষণ করে নৃশংস খুন করা হয়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল টোটোচালক সৌমিত্র রায় ওরফে রাজ। এদিন রাজকে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত। আগামী বুধবার এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউটাউনে লোহাপুল খাল সংলগ্ন জঙ্গলে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় শহরজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। নৃশংস এই ঘটনা তদন্তে নেমে পুলিশ জেনেছিল, গৌরাঙ্গনগরের বাসিন্দা ওই ছাত্রী। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলে। পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। পারিপার্শ্বিক তথ্য ও এলাকার শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সৌমিত্র ওরফে রাজের সন্ধান পান তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয় তাকে। ধারাবাহিক জেরায় দোষের কথা স্বীকার করে অভিযুক্ত।
ঘটনার পরেই তদন্তে উঠেপড়ে লেগেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। বারাসত আদালতে শুরু হয় মামলা। নজিরবিহীন ভাবে ১৫ দিনের মধ্যেই অভিযুক্ত টোটো চালকের রাজের বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল নিউটাউন থানার পুলিশ। সেই মামলাতেই এবার আদালত ধৃতকে দোষী সাব্যস্ত করল।
ধৃত সৌমিত্র ওরফে রাজ, নদিয়ার রানাঘাটের বাসিন্দা। নিউটাউন আদর্শপল্লি এলাকায় ভাড়া থাকত। নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত চালক নাবালিকাকে নিয়ে যাচ্ছিল। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্রকে প্রথমে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়ে। ঠিকঠাক জবাব না পেয়ে তাকে গ্রেপ্তার করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.