ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ জটিল হচ্ছে করোনা (Coronavirus) পরিস্থিতি। কেন্দ্রের বিরুদ্ধে বারবার ব্যর্থতার অভিযোগ তুলছে রাজ্য সরকার। অক্সিজেনের হাহাকার নিয়েও মোদিকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাবের অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “আমাদের অক্সিজেন সরবরাহ কম নেই, তৃণমূলের কম হচ্ছে।”
নিয়মিত প্রাতঃভ্রমণে যান মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকে তুলোধোনা করেন রাজ্যকে। রবিবার সুভাষ সরোবরে মর্নিং ওয়াকের পর করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যকে তোপ দাগলেন দিলীপ। অক্সিজেনের অভাবের অভিযোগ উড়িয়ে ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বললেন, “মুখ্যমন্ত্রী বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন বলেছেন। টাকাও রেখেছেন। কেন্দ্র জানিয়েছে তারা যেখান থেকে ভ্যাকসিন কেনে রাজ্যও কিনতে পারবে। এবার উনি বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেখাক।” দিলীপ ঘোষের কথায়, “তৃণমূল নেতাদের অক্সিজেনের অভাব পড়েছে, তার দায় বিজেপির নয়।” এদিন মানিকতলার বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ। বলেন, “এতদিন গুণ্ডারা ভোট করাত। এখন পুলিশ ভয় পেয়েছে। ভাবছে সরকার উলটে গেলে কী হবে। তাই অনেক কিছু হচ্ছে।”
উল্লেখ্য, ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এরাজ্যের ছবিটাও এক। দেশে কার্যত মৃত্যু মিছিল। অক্সিজেনের জন্য হাহাকার করছে মানুষ। হাসপাতালে মিলছে না বেড। চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনা ঘটছে নিয়মিত। পরিস্থিতি সামাল দিতে লড়াই চালাচ্ছে কেন্দ্র-রাজ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.