শুভময় মণ্ডল: করোনা ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান। মৃত্যুমিছিল গোটা প্রদেশ জুড়ে। SARS আতঙ্ককেও পিছনে ফেলে দিয়েছে এই মারণ ভাইরাস। ইতিমধ্যেই চিনে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। চিনের এই দুর্দিনে মন খারাপ কুমোরটুলিরও। কারণ, করোনা ভাইরাসের জেরে এবার বাগদেবীর চিনযাত্রা হচ্ছে না। সরস্বতী পুজো থেকেও বঞ্চিত হলেন প্রবাসী বাঙালিরা।
হঠাৎ চিনের সঙ্গে কুমোরটুলির সম্পর্ক কীভাবে হল? খোলসা করে বলা যাক। এবছর চিনের রাজধানী বেজিংয়ে প্রবাসী বাঙালিরা ঘটনা করে সরস্বতী পুজোর আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন। চিনা পঞ্জিকা অনুযায়ী, পুজোর নির্ঘণ্ট ছিল এ মাসের ৯ তারিখ। সেই মতো কুমোরটুলি থেকে বাগদেবীর প্রতিমা চিনে পাড়ি দেওয়ার কথা ছিল। শিল্পী মিন্টু পালের তৈরি ফাইবারের সরস্বতী প্রতিমা চিনে পাড়ি দিত। প্রতিমা তৈরিও হয়ে গিয়েছিল। শুধু রং করা বাকি। এমন সময় হোয়াটসঅ্যাপে এল দুঃসংবাদ। করোন ভাইরাসের সংক্রমণের জেরে বাতিল হয়ে গিয়েছে পুজো। যা শুনে মন খারাপ শিল্পী মিন্টু পাল-সহ কুমোরটুলির।
মিন্টুবাবু জানিয়েছেন, বেজিং বং নামে ওই সংগঠনের উদ্যোক্তা অর্ঘ্যকমল মিত্র তাঁকে হোয়াটসঅ্যাপ করে পুজো বাতিলের কথা জানিয়েছেন। ৩ তারিখ প্রতিমা চিনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু গত মাসের ৩০ তারিখ পুজো বাতিলের কথা জানানো হয়েছে। তবে প্রতিমার বায়না নিয়ে চিন্তা করতে বারণ করেছেন উদ্যোক্তারা। তবুও তাঁর তৈরি বাগদেবীর প্রতিমা ভিনদেশে পুজো পাবে, সেই খুশিতে ছিলেন শিল্পী। কিন্তু পুজো বাতিল হওয়ায় মন খারাপ মিন্টু পাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.