Advertisement
Advertisement
Chandranath Sinha

‘১১ মাস কী করছিলেন’, কারামন্ত্রী চন্দ্রনাথ মামলার রায়দান স্থগিত রেখে ইডিকে তোপ আদালতের

আদালত থেকে বেরিয়ে মন্ত্রী বলেন, "বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।"

Court slams ED, stays verdict in Chandranath Sinha case

Published by: Subhankar Patra
  • Posted:September 20, 2025 2:19 pm
  • Updated:September 20, 2025 2:56 pm   

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারক শুভেন্দু সাহা। আগামী মঙ্গলবার ইডির মামলায় চন্দ্রনাথের জামিনের আবেদনের  রায় শোনাবেন বিচারক। এ দিনের শুনানিতে ইডিকে তোপ দাগেন বিচারক। ইডির আইনজীবীকে বিচারক শুভেন্দু সাহাকে প্রশ্ন করেন, “১১ মাস কী করছিলেন?” এদিকে আদালত থেকে বেরিয়ে বিচারব্যবস্থার উপর আস্থা প্রকাশ করেন চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, “বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।”

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি আদালতে সওয়াল করেন, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মোবাইল পাওয়া গিয়েছে। যা যা লিংক পাওয়া গেল ওনার বিরুদ্ধে আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাঁকে হেফাজতে নিতে চাই।” বিচারক ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, “সেই সময় আপনি কি মনে করেননি এই ৪১ লক্ষ টাকা তাঁকে কাস্টডিতে নেওয়ার জন্য যথেষ্ট?” জবাবে  ইডির আইনজাবী জানান, “৪১ লক্ষ টাকা তাঁর কৃষি বা অন্য ব্যবসা থেকেও আসতে পারে। আমরা সেই সময় আরও তথ্য জোগাড় করার চেষ্টা করছিলাম।” ইডিকে বিচারকের আরও প্রশ্ন ২৪ সালের মার্চ মাসে ওনার বাড়িতে গিয়ে সার্চ করেছিলেন। ওই সময় আপনাদের কাছে যাবতীয় স্টেটমেন্ট, নথি ছিল। ১১ মাস কেন চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন?

ইডির আইনজীবী আদালতে আরও সওয়াল করেন যে তথ্য এখন তাদের হাতে এখন আছে তা থেকে অনেক অজানা লিংক পাওয়া গিয়েছে। সেগুলো যাচাইয়ের জন্য মন্ত্রীকে হেফাজতে চান তারা। ইডি আরও সওয়াল করে চন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্ব সঙ্গে প্রভাবশালীও। তিনি তদন্তে সমস্যা তৈরি করতে পারেন। হেফাজতের তীব্র বিরোধিতা করেন চন্দ্রনাথের আইনজীবী। দেরিতে নথি জমা দেওয়ার অভিযোগও উড়িয়ে দেন তিনি। সওয়াল-জবাব শোনার পর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারক। মন্ত্রী চন্দ্রনাথের আইনজীবী সোমবার সাড়ে দশটায় আদালতে হলফনামা জমা দেবেন। মঙ্গলবার দুপুর দু’টোয় মামলার রায়দান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ