Advertisement
Advertisement
CPM

লোকসভার আগে দুশ্চিন্তা দুর্বল সংগঠন, জেলার নেতাদের হাল ধরার নির্দেশ আলিমুদ্দিনের

পুজোর মরশুমে স্থানীয়স্তরে প্রচারে জোর দেওয়ার নির্দেশ।

CPM leadership worried about weak foundation in many districts before Loksabha Election | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 14, 2023 1:46 pm
  • Updated:September 14, 2023 1:46 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফল কেন হল, আশানরূপ লক্ষ্যে কেন পৌঁছনো গেল না, দুর্বলতা কোথায় তা দ্রুত চিহ্নিত করতে হবে। দুর্বলতা কাটাতে না পারলে লোকসভা ভোটে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। বুধবার আলিমুদ্দিনে রাজ‌্য কমিটির বৈঠকের শেষদিনে জেলা কমিটিগুলিকে এমনই নির্দেশ দিল সিপিএমের শীর্ষ নেতৃত্ব।

Advertisement

‘ইন্ডিয়া’ জোটে জাতীয়স্তরে তৃণমূলের সঙ্গে একসঙ্গে আর বাংলায় অন্ধ তৃণমূল বিরোধিতা, এটা লাগাতারভাবে সিপিএমের বিরুদ্ধে যাচ্ছে। পার্টি এটার যতই ব‌্যাখ‌্যা দিক আমজনতা এটাকে সিপিএমের ‘নাটক’ বলেই মনে করছে। এটাও আলোচনায় উঠে এসেছে বৈঠকে। তাই বাংলায় বিজেপি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়াইকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের বিশ্বাসযোগ‌্যতা আদায় করতে হবে বলেই আলোচনা হয়েছে রাজ‌্য কমিটিতে। একইসঙ্গে ধূপগুড়ির নির্বাচনে যে ব‌্যর্থতা সামনে এসেছে, তা থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা হবে। এদিকে সংখ‌্যালঘু ভোটব‌্যাঙ্ক প্রায় সবটাই তৃণমূলের দিকে রয়েছে বলেও উঠে এসেছে রাজ‌্য কমিটির বৈঠকে।

[আরও পড়ুন: বারাকপুরে দিদির বাড়ি যাবেন বলে বেরিয়ে নিখোঁজ, মন্দারমণিতে নিহত তরুণীর মিলল পরিচয়]

পাশাপাশি ধূপগুড়ির উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের (Abhishek Banerjee) পৃথক মহকুমা ঘোষণা ম‌্যাজিকের মতো কাজ করেছে। সেই ঘোষণা তৃণমূলের পক্ষে গিয়েছে বলেই মনে করছে জলপাইগুড়ি জেলা সিপিএম। আলিমুদ্দিনকেও জেলা পার্টির তরফে এমন রিপোর্ট দিয়েছে। জেতার পর ধূপগুড়িতে অভিষেকের প্রতিশ্রুতি পূরণ করেছে রাজ‌্য সরকার। মুখ‌্যমন্ত্রী ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছেন। এদিকে, পুজোর মরশুমে স্থানীয়স্তরে প্রচার ও জনসংযোগ কর্মসূচি চালানোর কথা বলা হয়েছে।

[আরও পড়ুন: স্কুল লাগোয়া পুকুরে ডুবে মৃত্যু ছাত্রের, শিক্ষকদের আটকে রেখে মারধর নিহতের পরিবারের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ