Advertisement
Advertisement
CPM

ঘুণ ধরেছে শাখায়, নিচুতলায় নতুন মুখ আনার ভাবনা সিপিএমের

নয়া প্রজন্মকে আনতেও হিমশিম লাল শিবিরের।

CPM to introduce young leaders in local level | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 4, 2023 2:25 pm
  • Updated:December 4, 2023 2:25 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: যে শাখা কমিটিই একসময় ছিল পার্টির মূল স্তম্ভ, সেই শাখা কমিটিতেই ঘুণ ধরেছে। পার্টির নিচুতলার সঙ্গে আমজনতার যোগাযোগ কমেছে। শুধু তাই নয়, পার্টির কথা সেভাবে বাড়ি বাড়ি ভোটারদের কাছে পৌঁছাচ্ছে না। লোকসভা ভোটের আগে যা ভাবাচ্ছে আলিমুদ্দিনকে। আর তাই ঘুন ধরা শাখার স্বাস্থ্য ফেরাতে নিচুতলাতে নতুন মুখদের সামনে অনার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ সিপিএম। তবে সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়ন তো সহজ নয়।

Advertisement

নয়া প্রজন্মকে চাইলেই তো আনা যাবে না। কারণ, সেই জনসমর্থন পার্টির নেই। তাই শাখা কমিটিকে সচল করতে নয়া প্রজন্মের খোঁজে হন্যে আলিমুদ্দিন। শাখা কমিটির রোগ সারাতে এরিয়া কমিটির নেতাদের ডাক্তারি করার দায়িত্ব দিয়েছে সিপিএম। শাখা সংগঠনই পার্টির মূল স্তম্ভ। শাখা শক্তিশালী হলে তবেই নিচুতলায় দলের জনসমর্থন বাড়ে। আর তা গড়ে তুলতে দক্ষ নেতৃত্ব ও কর্মীদের প্রয়োজন। আর কোনও শাখা কমিটি সচল রাখতে দরকার দক্ষ সেনাপতির অর্থাৎ সেই শাখা কমিটির সম্পাদক।

[আরও পড়ুন: ১১০ কিমি বেগে তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, ভাসতে পারে রাজ্যের ১১ জেলা]

বঙ্গ সিপিএমে কী দক্ষ শাখা সম্পাদকের পাশপাশি পুরো টিমেই তরতাজা তরুন সৈনিক চাইছে পার্টি? কারণ, নির্বাচন হোক বা রাজনৈতিক কর্মসূচি, শাখার গুরুত্ব অপরিসীম। ভোটার সময়ে বুথ কমিটি থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা, স্ক্রুটিনি, প্রচার, এটা শাখার বড় দায়িত্ব। আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি একেবারে নিচুতলাতে নিয়ে যাওয়ার কাজ শাখা কমিটিই মূলত করে থাকে। আর রোগ ধরা পড়েছে সেই শাখাতেই। কাজে রয়েছে খামতি। আর তাই তড়িঘড়ি এই সমস্যার সমাধানে এরিয়া কমিটির সদস্যদের হস্তক্ষেপ করতে বলা হয়েছে আলিমুদ্দিনের তরফে। তাই নিষ্ক্রিয়দের কমানো, সক্রিয় ও তরুণ মুখকে কাজে লাগানো। এমনই নির্দেশ এসেছে আলিমুদ্দিন থেকে। তবে দীর্ঘদিন ধরে ধরা রোগ, এখুনি সারবে না।

সিপিএমের এক জেলা কমিটির সদস্যের কথায়, “শাখার রোগ সারাতে চিকিৎসা যখন শুরু হয়েছে নিশ্চয়ই তার ফল মিলবে।” রাজ্য নেতাদের বড় অংশের পর্যবেক্ষণ, পার্টি ক্ষমতায় নেই, তাই নিচুস্তরে দক্ষ নেতৃত্বের অভাব। তাই পার্টির জেলা কমিটিকে নিচুতলায় দক্ষ নেতৃত্ব গড়ে তোলার বার্তা দিয়েছে সিপিএম রাজ্য কমিটি। নির্দেশিকায় বলা হয়েছে, দক্ষ শাখা টিম গড়ে তোলার লক্ষে জেলা কমিটিকে দুই থেকে পাঁচভাগে ভাগ করে ছ’মাস অন্তর ১ থেকে ২ দিন ব্যাপী কর্মশালা বা প্রশিক্ষণ শিবির করতে হবে। যেখানে নতুন মুখদের এনে পার্টির প্রতি তাদের আকৃষ্ট করে তুলতে হবে।

[আরও পড়ুন: ‘পরাজয় থেকে শিক্ষা নিন, রাগ দেখাবেন না’, ৩ রাজ্য দখলের পর বিরোধীদের কটাক্ষ মোদির]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ