Advertisement
Advertisement
Bidhannagar

ভুয়ো ট্রাফিক চালান বানিয়ে সাইবার প্রতারণা! গ্রেপ্তার ইঞ্জিনিয়ার পড়ুয়া

তদন্তে আরও বেশ কয়েকজনের নামও উঠে এসেছে বলে খবর।

Cyber ​​fraud by making fake traffic challan in Bidhannagar! Engineering student arrested

ফাইল ছবি

Published by: Suhrid Das
  • Posted:September 5, 2025 7:26 pm
  • Updated:September 5, 2025 7:26 pm   

বিধান নস্কর, দমদম: ভুয়ো ট্রাফিক চালান বানিয়ে সাইবার প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার এক ইঞ্জিনিয়ার পড়ুয়া। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতের নাম শোভন সাঁতরা। জানা গিয়েছে, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। ভুয়ো ট্রাফিক চালান কাটার অভিযোগ উঠেছিল। সেই ঘটনারই তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গত মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগকারী ওই ব্যক্তির অভিযোগ, তাঁর কাছে একটি ট্রাফিক পুলিশের একটি চালান আসে। জরিমানা হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা কেটে নেওয়া হয়। ওই ব্যক্তি অনুমান করেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন। শুরু হয় তদন্ত। সেই সূত্র ধরেই বিধাননগর পুলিশ উত্তর কলকাতার বরানগর থেকে গ্রেপ্তার করল এক তরুণকে।

ধৃত ওই তরুণের নাম শোভন সাঁতরা। ১৯ বছরের ওই তরুণ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গিয়েছে। ধৃতকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ভুয়ো ট্রাফিক চালান কেটে অনলাইনে বেশ কিছু প্রতারণার ঘটনা সামনে এসেছিল। বিভিন্ন সূত্র ধরে শেষপর্যন্ত বরানগর থেকে এই তরুণের সন্ধান পাওয়া যায়। আরও বেশ কয়েকজনের নামও উঠে এসেছে বলে খবর। একটি চক্র এই প্রতারণার সঙ্গে যুক্ত, এমন আশঙ্কাও করছেন তদন্তকারীরা। আজ, শুক্রবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ