সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি। শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁর কেবিন থেকে সিসিটিভি সরিয়ে দেওয়া হয়। আর তার পরই শনিবার সকালে আচমকা হাসপাতালে জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এবং দাদা দেবপ্রিয় মল্লিক। সোজা কার্ডিওলজি ব্লকে ঢোকেন। কেবিনে কিছুক্ষণ কথাবার্তা বলেন তাঁরা। কী কথা হয় দুজনের, তা এখনও জানা যায়নি। জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করেই তাঁরা চলে যান এমএসভিপির অফিসে। তবে কেন মন্ত্রীর মেয়ে ও দাদা হাসপাতালে আসেন, তা এখনও জানা যায়নি।
নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক হাসপাতালের কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয় সিসিটিভি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মামলাতেই এই নির্দেশ। শুক্রবার হাই কোর্ট নির্দেশ দেয় SSKM হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভিতর থেকে সরাতে হবে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। তার পরিবর্তে মোতায়েন করা হবে সিআরপিএফ জওয়ানদের।
যদি কেবিনের বাইরে কোনও সিসিটিভি থেকে থাকে তাহলে তার ফুটেজ দিতে হবে ইডিকে। কারা তাঁর সঙ্গে দেখা করতে আসছেন, সেটা দেখার জন্য রেজিস্ট্রার থাকবে বলে নির্দেশে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দুজন তদন্তকারী আধিকারিকের অনুমতি সাপেক্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারীরা। তবে শনিবার সকালে মেয়ে ও দাদা জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করার আগে কারও অনুমতি নিয়েছিলেন কিনা, তা এখনও জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.