অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। সোমবার সকালে গ্যালারির কে ব্লক থেকে উদ্ধার হয় ২১ বছর বয়সি এক যুবকের দেহ। জানা গিয়েছে, মৃতের নাম ধনঞ্জয় বারিক। তাঁর বাবা ও কাকা ইডেনে মাঠকর্মী হিসাবে কাজ করতেন। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ধনঞ্জয়। তার পরেই আত্মঘাতী হন তিনি।
জানা গিয়েছে, ইডেনে গ্রাউন্ডস্টাফ হিসাবে কাজ করতেন মৃতের বাবা ও কাকা। সেই কাজেই যোগ দেওয়ার ইচ্ছা ছিল ধনঞ্জয়েরও। তাই পড়াশোনা শেষ করে ওড়িশা থেকে কলকাতায় চলে আসেন তিনি। স্টাফ কোয়ার্টারেই বাবা ও কাকার সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু ইডেন গার্ডেন্সে তিনি আদৌ কাজ পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। সেখান থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ধনঞ্জয়, এমনটাই জানিয়েছেন তাঁর বাবা ও কাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.