সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘শজারুর কাঁটা’ মনে পড়ে? সেখানে এক তরুণের হার্ট তথা হৃৎপিণ্ড ছিল বুকের ডানদিকে। এবার ঝাড়খণ্ডের এক ব্যক্তির ক্ষেত্রেও এই সমস্যা দেখা গেল। যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয়, ডেক্সট্রোকার্ডিয়া। ডিসান হসপিটালে হল তাঁর সফল অস্ত্রোপচার। শুক্রবার হাসপাতাল থেকে ছুটিও হয়ে গিয়েছে ওই রোগীর।
ঠিক কী সমস্যা ছিল? বিকাশ পাসওয়ান নামের সেই ৪৬ বছর বয়সি রোগীর প্রবল শ্বাসকষ্টের সমস্যা ছিল। পরীক্ষা করতেই ধরা পড়ে তাঁর মিট্রাল ভালভ ডিজিজ হয়েছে। ৯ সেপ্টেম্বর ভর্তি করা হয় তাঁকে। সিনিয়র কার্ডিয়াক অ্যানাস্থেটিস্ট শুভেন্দু সরকার বলছেন, ”এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া খুব গুরুত্বপূর্ণ। যে অস্ত্রোপচারেই এর গুরুত্ব অপরিসীম। কিন্তু এক্ষেত্রে যেহেতু রোগীর ডেক্সট্রোকার্ডিয়া ছিল তাই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ।”
মিট্রাল ভালভ রিপ্লেসমেন্ট এমন এক অস্ত্রোপচার যেটা আমাদের দেশে প্রতি বছর বহু পরিমাণে হয়। বার্ষিক অস্ত্রোপচারের সংখ্যা এক হাজারেরও বেশি। ডিসানে এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকদের দল কাজ করে। অ্যানাস্থেটিস্ট ও ভাস্কুলার সার্জেনের পাশাপাশি বিশেষ কার্ডিয়াক সার্জারি ইউনিট তাদের ভূমিকা দক্ষতার সঙ্গেই পালন করে থাকে। সাম্প্রতিক এই অস্ত্রোপচারের সাফল্য বিরল এবং জটিল হৃদরোগের চিকিৎসার অগ্রগতিতে ডিসান হাসপাতালের নিষ্ঠাকেই আরও একবার তুলে ধরল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.