Advertisement
Advertisement

Breaking News

Fire

শহরে ফের অগ্নিকাণ্ড! ধাপায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা

তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Devastating fire at Dhapa kolkata
Published by: Subhankar Patra
  • Posted:April 26, 2025 12:30 pm
  • Updated:April 26, 2025 7:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড! বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় বিধ্বংসী আগুন। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় ডেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। ইলেকট্রিক ট্রান্সফরমারে বিস্ফোরণের থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

শনিবার দুপুর সোয়া ১২টা নাগাদ ধাপার দুর্গাপুর এলাকায় আগুন লাগার খবর আসে। ধাপায় প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়। সেখানে রাবার ও প্লাস্টিক গোডাউনে আগুন লেগে যায়। যার ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে গোটা এলাকা। কালো ধোঁয়ার ঢেকে যায় আকাশ। অন্ধকার নেমে এসেছে এলাকায়।

devastating-fire-at-dhapa-kolkata
ছবি: সুমন দাস

 

দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে শুরু করেছে। তবে আগুনের উৎসস্থল নিয়ে ধোঁয়াশা রয়েছে। উৎসস্থল খোঁজার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। স্থানীয়দের দাবি একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুনে ছড়িয়ে পড়ে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। দমকা হাওয়া চলায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

ধাপা দুর্গাপুর এলাকায় যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে বসতি। আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা করছেন তাঁরা। আগুন নেভানোর কাজ করছেন কর্মীরা। তবে হতাহতের কোনও খবর নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ