Advertisement
Advertisement
Digha Jagannath Temple

‘দিঘার জগন্নাথধাম দর্শনে যাবেন সুকান্ত’, দাবি কুণালের, পালটা কী বললেন রাজ্য বিজেপি সভাপতি?

৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথমন্দির। সেখানে গিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন দিলীপ।

Digha Jagannath Temple: Controversy started over Kunal Ghosh's comment over sukanta Majumder
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 12, 2025 7:10 pm
  • Updated:May 12, 2025 7:10 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দিঘার জগন্নাথধাম দর্শনে গিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক পদ্মনেতা এনিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লিখলেন, কয়েকদিনের মধ্যেই নাকি জগন্নাথধাম দর্শনে যাবেন সুকান্ত মজুমদার। পালটা দিলেন রাজ্য বিজেপি সভাপতি। সাফ জানালেন, আপাতত পূর্ব মেদিনীপুরে তাঁর কোনও কর্মসূচিই নেই। নিশানা করলেন তৃণমূলকেও।

Advertisement

বিষয়টা ঠিক কী? সোমবার সকালে সুকান্ত মজুমদারের দিঘা সফর সংক্রান্ত পোস্ট করেন কুণাল ঘোষ। লেখেন, “সূত্রের খবর: দিঘায় প্রভু জগন্নাথদেবের মন্দিরে প্রণাম করতে খুব শিগগিরই যাবেন সুকান্ত মজুমদার নামে এক সাংসদ। তাঁর দল পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচি করবে। ফেরার পথে প্রভুকে দর্শন করে আসবেন।” এর নিচেই কুণাল আরও লেখেন, “যদি উনি যান, বুঝবেন খবর ঠিক। আর যদি না যান, বুঝবেন তাহলেও খবর ঠিক। আগাম জানাজানি হওয়ায় আপাতত স্থগিত।” এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল রাজনৈতিক মহলে। কারণ, এই জগন্নাথধাম দর্শন করেই দলের রোষের মুখে পড়েছিলেন দিলীপ।

 

এবিষয়ে যোগাযোগ করা হলে সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে সুকান্ত মজুমদার বলেন, “এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুরের আমার কোনও কর্মসূচি নেই। তৃণমূল এরকম অনেক কিছুই বলে থাকে।” অর্থাৎ কুণাল ঘোষের দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন সুকান্ত। প্রসঙ্গত, ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথমন্দির। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ