রূপায়ন গঙ্গোপাধ্যায়: আরামবাগের সভায় বিতর্কিত মন্তব্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, “হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন। রথযাত্রায় যারা বাধা দিচ্ছে, তাদের কুকুরের মতো ছুটিয়ে মারব।” এদিক রাজ্য বিজেপি সূত্রে খবর, রথযাত্রা না হলে জানুয়ারি থেকে রাজ্যজুড়ে পদযাত্রায় নামবে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে সভা। তবে আদালত রথযাত্রার নতুন দিন জানতে চাইলে, সেটাও তৈরি আছে। অনুমতি দিলে ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর নির্ধারিত রুটেই নামবে রথ। সোমবার দলীয় কর্মসূচিতে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
আজ আরামবাগে এক জনসভায় শাসকদলকে আক্রমণ করতে গিয়ে কুকুর বলে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন। রথযাত্রায় যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের কুকুরে মতো ছুটিয়ে মারব।” এই মন্তব্য নিয়ে গোটা রাজ্যে সমালোচনার ঝড় উঠেছে। এদিকে শাসকদলকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। রাজ্যে দলীয় কর্মসূচিতে এসে স্মৃতি ইরানি বলেন, ‘রাজ্যে গণতন্ত্র নেই। রথযাত্রা নিয়ে বাংলায় যা চলছে, তা থেকে সব বোঝা যায়। সারা দেশ পশ্চিমবঙ্গের এই চেহারা দেখছে।”
Addressing a Protest March at Arambagh, Hooghly Zela.
“…We will demonstrate in front of every SDO, BDO, DM and SP offices till we get the permission for …”
— Dilip Ghosh (@DilipGhoshBJP) style=”text-align: left;”>
রথযাত্রা নিয়ে মঙ্গলবার হাই কোর্টের শুনানি। তবে রথযাত্রা পণ্ড হলে আগেই শাসকদলকে হুঁশিয়ারি দিয়েছে রাজ্য বিজেপি। বলা হয়, জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি চালাবে বিজেপি। আজ রাজ্যের শীর্ষনেতারা জানান, একান্ত রথ নামাতে না পারলে পদযাত্রা করবে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, আদালতের রায়কে অমান্য করে কিছু করব না। আশা করি আদালত রথযাত্রা নিয়ে দ্রুত রায় জানাবে। যাত্রা শুরু করতে পারবে বিজেপি। রথযাত্রা নিয়ে আদালতের রায়ের উপর এখন ভরসা ছাড়া বিজেপির কোনো উপায় নেই, তা দিলীপ ঘোষের বক্তব্য থেকেই স্পষ্ট। তবে দ্বিতীয় পথ ভেবে রেখেছে রাজ্য নেতৃত্ব। রথযাত্রার অনুমতি না পেলে আইন অমান্য কর্মসূচি চলবেই। আর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পদযাত্রা হবে। পৌষপার্বণ মিটলে, নরেন্দ্র মোদি, অমিত শাহর মতো কেন্দ্রীয় নেতাদের নিয়ে সভা হবে। তবে রথযাত্রার অনুমতি পাওয়া গেলে পদযাত্রা স্থগিত থাকবে। অন্যদিকে, রথযাত্রার বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন এক আইনজীবী। তাঁর দাবি, রথ বেরলে রাজ্যে সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই অনুমতি না দিয়ে ঠিক কাজ করেছে প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.