Advertisement
Advertisement
Dilip Ghosh

‘বদনাম করার ষড়যন্ত্র’, ভাইরাল ভিডিও কাণ্ডে লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দিলীপের

জয়েন্ট কমিশনারকে (ক্রাইম) চিঠি দিয়ে তদন্তের আর্জি দিলীপের।

Dilip Ghosh files complaint in Lalbazar over viral video
Published by: Subhankar Patra
  • Posted:July 26, 2025 3:49 pm
  • Updated:July 26, 2025 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি ঘনিষ্ঠ মুর্হূতের ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যার সঙ্গে জড়িয়ে গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম। ঘটনার তদন্ত চেয়ে লালাবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন দিলীপ। ‘আমাকে বদনাম করার ষড়যন্ত্র হয়েছে, সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে।’  জয়েন্ট কমিশনারকে (ক্রাইম) চিঠি দিয়ে তদন্তের আর্জি জানালেন দিলীপ।

Advertisement

লালবাজারের সাইবার ক্রাইমে পাঠানো চিঠিতে দিলীপ লিখেছেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমার রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করতে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ এই ঘটনার তদন্ত শুরু করতে বলে তিনি লিখেছেন, ‘দ্রুত তদন্ত করে, এর পিছনে থাকা ব্যক্তি অথবা সোর্সকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক।’ আইনানুযায়ী তাঁদের শাস্তির দাবি জানিয়েছেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

উল্লেখ্য, সোশাল মিডিয়ায় সম্প্রতি কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) তাতে বলা হচ্ছে, সেটি না কি, দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত! যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে, এই ছবিগুলি যে ফেক এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো, তাতে কোনও সন্দেহ থাকার অবকাশ নেই। ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনওভাবেই দিলীপ ঘোষ নন। প্রশ্ন হল, ওই ভিডিও যদি দিলীপ ঘোষের না হয়ে থাকে, তাহলে সোশাল মিডিয়ায় সেই ভুয়ো-ছবি ভিডিও ছড়াচ্ছে কারা? নেপথ্যের মেঘনাদ কারা? এবার তদন্তের আর্জি নিয়ে লালবাজারের দারস্থ হলেন দিলীপ ঘোষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement