সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা ঘণ্টা। শুক্রের সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বঙ্গ বিজেপির রঙিন চরিত্র দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই নিয়ে নানামহলে নানাজল্পনা। অবশেষে বিয়ের সকালে ব্য়ক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা। বললেন, “এ জীবনে সব করেছি, শুধু একটা কাজই বাকি ছিল।” পাশাপাশি তিনি আরও জানালেন, মায়ের জন্যই অবশেষে বিয়ের সিদ্ধান্ত।
বৃহস্পতিবার বিকেলে জানা যায়, আজ অর্থাৎ শুক্রবার সন্ধেয় নিউটাউনে নিজের বাসভবনে চারহাত এক হবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও রিঙ্কু মজুমদারের। গতকালই বিয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন রিঙ্কুদেবী। শুক্রবার সকালে বিয়ে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বললেন, “এ জীবনে সব করেছি, শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবর বিয়ের জন্য বলতেন। মায়ের কথাতেই অবশেষে সিদ্ধান্ত নিলাম।” সংসারী হলে কি দলের কাজে ভাঁটা পড়বে? জবাবে দিলীপ জানালেন, একেবারেই তেমনটা হবে না। রাজনীতি চলবে আগের মতোই। এখন শুধু জীবনে একটা নতুন অধ্যায় যোগ হল। স্ত্রীও বিজেপিরই নেত্রী, ফলত সমস্যা হওয়ার কোনও কারণই নেই।
উল্লেখ্য, ছেলের বিয়ে উপলক্ষে আগেই কলকাতা এসেছেন দিলীপের মা পুষ্পলতাদেবী। শুক্রবার সকালে মেদিনীপুর থেকে আত্মীয়রাও চলে এসেছেন। এদিন সন্ধ্যায় আইনি বিয়ে সারবেন একষট্টির দিলীপ (Dilip Ghosh Marriage)। তবে এই বিয়ে নিয়ে বিতর্কও রয়েছে। বরাবর সংঘের সঙ্গে যুক্ত থেকেও কিভাবে সংসারী হচ্ছেন দিলীপ তা নিয়েও প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সংঘের প্রচারক থাকবেন না দিলীপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.